‘গানের শুটিং করার সময় বলে রেখেছিলাম অ্যাম্বুলেন্স এনে রাখতে’
Published: 27th, March 2025 GMT
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার গান দ্বিধা প্রকাশের পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। সেই গানকে এবার ছাড়িয়ে গেল ঈদের ‘জ্বীন-৩’ সিনেমার গান কন্যা। ৯ দিন ধরে আবদুন নুর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটির গান ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ছিল। অন্যদিকে দ্বিধা ১২ দিন ধরে শীর্ষে জায়গা ধরে রেখেছিল।
‘কন্যা’ গানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমার নায়ক সজল। তিনি বলেন, ‘দর্শক গানটি এতটা পছন্দ করবেন ভাবিনি। এখন বাইরে বের হলেই দেখি কন্যা কোথাও না কোথায় বাজছে। অল্প সময়ের জন্য কোথায় গেলেও গানটি শুনি। এটা দর্শক শ্রোতাদের ভালোবাসা। তাঁরা গানটি পছন্দ করেছেন, এ জন্য শুনছেন, তাঁদের কাছে কৃতজ্ঞতা।’
অভিনেতা সজল ও নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণের চাল বন্দরে
রোহিঙ্গাদের খাদ্যসহায়তার জন্য প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে রোববার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এই চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।
বন্দরের তথ্য অনুযায়ী, এমভি ফ্লোরা টপিক জাহাজটি রোববার বেলা দুইটার দিকে বন্দরের ১১ নম্বর জেটিতে ভেড়ানো হয়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি ওয়েভ মেরিন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. সামিদুল হক প্রথম আলোকে জানান, রোববার বিকেল চারটায় জাহাজটি থেকে চাল খালাস শুরু হয়। ঈদের দিন খালাস বন্ধ থাকবে। পরদিন থেকে আবার পুরোদমে খালাস শুরু হবে।