জেন ওয়াই বা মিনেলিয়ালস প্রজন্মের অনেকের মনে গেঁথে গেছে ভিডিও গেমসের চরিত্র জ্যাক ও মুস্তাফা। বর্তমান বা আগামীর প্রজন্ম ক্রিস্টিয়ানো রোনালদোকেও একইভাবে ধারণ করতে পারে। রোনালদো যে ভিডিও গেমের নতুন চরিত্র হতে যাচ্ছেন! গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

রোনালদো একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ সবাইকে জানানোর মতো একটা বড় খবর আছে। আমি নতুন ফাইটিং গেম ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস-এ একটি চরিত্র হতে যাচ্ছি! চলুন, ২৪ এপ্রিল একটু মজা করি।’

‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ জাপানের ভিডিও গেমিং কোম্পানি এসএনকে করপোরেশন তৈরি করেছে। ১৯৯১ সালে এটি প্রথম প্রকাশিত হয়েছিল ভিডিও গেম প্ল্যাটফর্ম ‘নিও জিও’ সিস্টেমে। গেমটির অরিজিনাল ভার্সনে চরিত্রগুলো দুটি আলাদা বিমান থেকে লড়াই করত। ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়তে থাকায় একের পর এক কাল্পনিক চরিত্র যুক্ত হতে থাকে।

ফ্যাটাল ফিউরির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো টেরি বোগার্ড, অ্যান্ডি বোগার্ড, জো হিগাশি, জেসে হাওয়ার্ড, রক হাওয়ার্ড, বিলি কেইন, চেন সিনজান, অ্যালেক্স হক, জুবেই ইয়ামাদা, লরেন্স ব্লাড, ব্লু মেরি, আলফ্রেড, কেভিন রিয়ান ইত্যাদি। কিন্তু এরা সবাই কাল্পনিক চরিত্র।

আরও পড়ুনমেসি ও রোনালদো এখন কত টাকার মালিক১৪ মার্চ ২০২৫

এই ভিডিও গেম সিরিজে রোনালদোই হতে চলেছেন প্রথম বাস্তবিক চরিত্র, যাকে নিয়ে আপনিও খেলতে পারবেন। ‘ফ্যাটাল ফিউরি: সিটি অব দ্য উলভস’ গেম সিরিজের ১২তম সংস্করণ। প্লেস্টেশন৪, প্লেস্টেশন৫, উইন্ডোজ ও এক্সবক্স সিরিজ প্ল্যাটফর্মে এটি খেলা যাবে। গেমে ফুটবল রোনালদোর লড়াইয়ের একটি হাতিয়ার।

গেমে ফুটবল হবে রোনালদোর লড়াই করার হাতিয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল

ইপসউইচ ০ : ৪ আর্সেনাল

ইউনাইটেড ০ : ১ উলভস

ফুলহাম ১ : ২ চেলসি

লিভারপুল আজকেই শিরোপা নিশ্চিত করতে পারত। সে জন্য পূরণ হতে হতো দুটি শর্ত। প্রথম শর্তটি ছিল ইপসউইচের বিপক্ষে আর্সেনালের হার এবং দ্বিতীয় শর্ত ছিল লেস্টার সিটির বিপক্ষে নিজেদের জয়। তবে প্রথম শর্তটি পূরণ না হওয়ায় আজ লেস্টার সিটির বিপক্ষে জিতলেও শিরোপা উৎসবে মাতা হবে না লিভারপুলের।

লিয়ান্দ্রো ত্রোসারের জোড়া গোলে ইপসউইচের মাঠে আজ আর্সেনাল জিতেছে ৪-০ গোলে। ফলে এখনো কাগজে-কলমে শিরোপা সম্ভাবনা বেঁচে থাকল ‘গানার’দের।
আজকের জয়ের পর ৩৩ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৬৬। এক ম্যাচ কম খেলা লিভারপুলের পয়েন্ট ৭৬।

আজ রাতে পরের ম্যাচে লেস্টারের মুখোমুখি হবে লিভারপুল। সেই ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান গিয়ে হবে ১৩। এরপর লিভারপুল যদি পরের ম্যাচে টটেনহামকেও হারায় তবে আর কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে তারা। অর্থাৎ এখন হাতে থাকা ৬ ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেই লিগ চ্যাম্পিয়ন হবে লিভারপুল।

লিভারপুলের অপেক্ষা বাড়ানোর ম্যাচে অবনমন অঞ্চলের দল ইপসউইচকে শুরু থেকেই চেপে ধরে আর্সেনাল। ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি মিকেল আরতেতার দল। এমনকি পরিসংখ্যানের দিক থেকেও দুই দলের অবস্থান ছিল দুই মেরুতে।

৭৫ শতাংশ বদলের দখল রাখা আর্সেনাল ২৪ শট নিয়ে ৭টি লক্ষ্যে রেখেছে, বিপরীতে ২৫ শতাংশ বলের দখল রাখা ইপসউইচ ৪টি শট নিলেও কোনোটি লক্ষ্যে ছিল না। আর দাপুটে পারফরম্যান্স দেখানোর ম্যাচে ত্রোসারের জোড়া গোল ছাড়া অন্য গোল দুটি এসেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ইথান এনওয়ানেরির কাছ থেকে।

একই রাতে অন্য ম্যাচে আবারও হার নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের ১৫তম হারটি ইউনাইটেডকে উপহার দিয়েছে উলভস। ম্যাচের ৭৭ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন পাবলো সারাবিয়া। এই হারের পর পয়েন্ট তালিকার ১৪ নম্বরেই থাকল ইউনাইটেড।

ইউনাইটেড না পারলেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় পেয়েছে চেলসি। ফুলহামের বিপক্ষে চেলসির জয় ২-১ গোলে। এদিন ম্যাচের ২০ মিনিটে অ্যালেক্স আইওবির গোলে পিছিয়ে পড়ে চেলসি।

এরপর সমতা ফেরানোর জন্য চেলসিকে অপেক্ষা থাকতে হয় ৮৩ মিনিট পর্যন্ত। তাইরিক গিওর্গির গোলে সমতায় ফেরে ব্লুজরা। আর যোগ করা সময়ে পাবলো নেতোর গোলে জয় নিশ্চিত করেছে চেলসি। এই জয়ে ৩৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে চেলসি।

সম্পর্কিত নিবন্ধ

  • বড় জয়ে লিভারপুলের শিরোপা উদ্‌যাপনের অপেক্ষা বাড়াল আর্সেনাল