অসহায়দের মাঝে মানবিক ডিসি জাহিদুল ইসলামের ইফতার বিতরণ
Published: 27th, March 2025 GMT
মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলার নবাগত মানবিক জেলা প্রশাসক (ডিসি) মো. জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার ( ২৭শে মার্চ ) বাদ আছর মাসদাইর কেন্দ্রীয় সিটি কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে শত শত অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী বিতরণ শেষে মানবিক ডিসি গণমাধ্যমে জানান, আমাদের এই সামান্য ইফতার উপহারে সহায়তায় অনেক অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের ভাগ্যের উত্থান হবে না। কিন্তু অন্তত একবেলা পবিত্র ইফতারে কিছুটা ভালো খাবার খেতে পারবে।
অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও এই অসহায় মানুষগুলো ভালো ইফতার খেতে পারে না। তাই আমাদের জেলা প্রশাসনের পক্ষ হতে অসহায় ও দুঃস্থ সাধারণ মানুষের মাঝে সামান্য এই ইফতার উপহার।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইফত র অসহ য় ইফত র ব তরণ
এছাড়াও পড়ুন:
মাসদাইরে মহানগর বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনতার মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সদর থানা কৃষক দলের সদস্য সচিব মো. রানা মুন্সীর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
সার্বিক তত্ত্বাবধানে সোহেল বেপারী, মিঠু আহমেদ, বাদশা, আল আমিন, মাসুদ, পারভেজ, বাবু, আলিফ, শহিদ প্রমুখ।