কিশোরগঞ্জের অষ্টগ্রামে জমিতে মালিকানা দাবি করে এক ব্যবসায়ীর দোকানে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৭ ফেব্রুয়ারি ওই দোকান থেকে উচ্ছেদ করা হয় তাঁর ভাড়াটিয়াকে। এ জন্য প্রতিপক্ষকেই দায়ী করেছেন ভুক্তভোগী মানিক বণিক। তাঁর অভিযোগ, পুলিশ লুটপাটের সময় নীরব দর্শকের ভূমিকায় ছিল।
 
বৃহস্পতিবার জেলা শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে থাকতে চাই, আমি বাংলাদেশের নাগরিক। আমার মাতৃভূমি আমার সব। সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন, আমি আমার পরিবারের নিরাপত্তা চাই এবং প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০০ সালের ১৯ জুন বণিকপাড়ার মানিক বণিকের বাবা নিতাই চন্দ্র বণিক পাশের সোনাই দীঘিরপাড় এলাকার আব্দুল হেকিমের কাছ থেকে অষ্টগ্রাম বড় বাজারে আধা শতাংশ জায়গাসহ দোকানটি কেনেন। নামজারির পর তারাই প্রতিবছর খাজনা দিচ্ছেন। ক্রেতা নিতাই বণিক ও বিক্রেতা আব্দুল হেকিম মারা গেছেন। তাঁরা জীবিত থাকতে কখনও দোকান নিয়ে কোনো সমস্যা হয়নি।

দোকান কেনার ২৫ বছর পর গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে মানিক বণিককে হুমকি দেওয়া শুরু করেন আব্দুল হেকিমের ছেলে জয় মিয়া, দানা মিয়া ও ওয়াজ মিয়া। তারা পাঁচ লাখ টাকা ধার চায়। এতে অস্বীকৃতি জানালে ৭ ফেব্রুয়ারি কিছু সন্ত্রাসী নিয়ে মানিক বণিকের দোকানের ভাড়াটিয়া গ্রাম-বাংলা টেলিকম সেন্টারের মালিক জসিম উদ্দিনকে সেখান থেকে বের করে দোকানে তালা ঝুলিয়ে দেয়। প্রতিবাদ করতে গেলে মানিককে দেশীয় অস্ত্র নিয়ে হুমকি দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি তিনি।

মানিকের অভিযোগ, গত বুধবার স্বাধীনতা দিবসের সকালে তাঁর দোকানের তালা ভেঙে প্রতিপক্ষের লোকজন লুটপাট চালিয়েছে। সেখানে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো বাড়িতে হামলারও হুমকি দেওয়া হচ্ছে। এখন তিনি পরিবার নিয়ে আতঙ্কে আছেন। 

তাঁর ভাষ্য, ‘আমি যদি আজ মানিক বণিক না হয়ে মানিক মিয়া হইতাম, তাহলে তারা কখনোই জোরপূর্বক আমার দোকানঘরের ভাড়াটিয়া জসিমকে বের করে তালাবদ্ধ করতে পারত না।’

এ বিষয়ে জয় মিয়ার দাবি, মানিক বণিকদের কাছে আধা শতাংশ জায়গা বিক্রি করা হলেও তারা বেশি জায়গা দখলে রেখেছেন। বাড়তি জায়গা ছেড়ে দিতে অনেকবার বলেছেন। কিন্তু মানিকরা ছাড়ছেন না। এ কারণেই তালা দেওয়া হয়েছে। 

জয় মিয়ার দাবিকে ভিত্তিহীন উল্লেখ করে মানিক বণিক বলেন, যে আধা শতাংশ জায়গা তাঁর বাবা কিনেছিলেন, সেখানে আধা শতাংশের চেয়েও কম আছে। দলিলে অন্যভাবে লেখা আছে, দৈর্ঘ্যে সাড়ে ১৬ হাত, প্রস্থে ৮ হাত। কিন্তু এখন আছে দৈর্ঘ্যে ১৫ হাত, আর প্রস্থে ৭ হাত। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

রুহুল আমিন জানিয়েছেন, প্রয়াত আব্দুল হেকিমের কাছ থেকে মানিক বণিকদের পাশেই হুমায়ুন মিয়া নামে আরেকজন দেড় শতাংশ জায়গা কিনেছিলেন। তাঁর দখলে জায়গা কম। তিনি আদালতে বাটোয়ারা মামলা করেছেন। হেকিমের ছেলেদের তিনি দোকান দখল না করতে বলেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানান।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ ল টপ ট

এছাড়াও পড়ুন:

অধ্যাপক আহমদ শামসুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও একুশে পদকপ্রাপ্ত  উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক আহমদ শামসুল ইসলামের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর ঢাকা ক্লাবে এই স্মরণসভার আয়োজন করা হয়।

অধ্যাপক শামসুল ইসলামের পরিবার এই স্মরণ সভার আয়োজনে করে। এতে তাঁর দীর্ঘ কর্মময় জীবন, গবেষণা, শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং ব্যক্তিগত স্মৃতিচারণ করেন শিক্ষক, শিক্ষার্থী, সহকর্মী, গুণগ্রাহী ও পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক ইসলামের মেয়ে অধ্যাপক জেবা ইসলাম সেরাজ সবাইকে স্বাগত জানান। তিনি প্রয়াত পিতার জন্য ক্ষমা ও দোয়া চান। এরপর তিনি সঞ্চালক হাসিব ইরফানুল্লাহকে পরিচয় করিয়ে দেন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে হাসিব ইরফানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিনা খান এবং জাপানের ইওয়াতে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবিদুর রহমানের শোক বার্তা পাঠ করেন।

অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক শামসুল ইসলামের দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন এবং দেশের বিজ্ঞান ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতি অধ্যাপক শমসের আলী তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন।

স্মরণ সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মিহির লাল সাহা, বিসিএসআইআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা সেলিম খান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক নাশিদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক মনজুরুল করীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক রফিকুল রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী সাখাওয়াত হোসেন, বিএপিটিসিবির প্রতিনিধি অধ্যাপক নুরুল ইসলাম এবং আইইউবির সাবরিনা এম ইলিয়াস প্রয়াত অধ্যাপক শামসুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপক শামসুল ইসলামের স্মরণ সভায় বোটানিক্যাল সোসাইটি ও অবসরপ্রাপ্ত উদ্ভিদবিজ্ঞান শিক্ষকেরাও অংশ নেন।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান এবং এএসআই স্কুল অব লাইফের সমন্বয়ক মোর্শেদা আক্তার অধ্যাপক শামসুল ইসলামকে নিয়ে স্মৃতিচারণ করেন।

সভায় অধ্যাপক শামসুল ইসলামের পরিবারের সদস্যদের পক্ষ থেকে তাঁর বড় ছেলে সাউথ-ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ ইসলাম এবং মেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যাপক জেবা ইসলাম পিতার স্মৃতিচারণ করেন।

অধ্যাপক শামসুল ইসলামের ছোট ছেলে ও যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার খালিদ ইসলাম তাঁর বাবার জন্য দোয়া চান। সবশেষে অধ্যাপক ইউসুফ ইসলাম দোয়া পরিচালনা করেন।

সম্পর্কিত নিবন্ধ