Samakal:
2025-03-30@18:47:28 GMT

এক দিনে নিহত আরও ২৫ ফিলিস্তিনি

Published: 27th, March 2025 GMT

এক দিনে নিহত আরও ২৫ ফিলিস্তিনি

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েলের নতুন করে হামলা টানা দশম দিনের মতো অব্যাহত রয়েছে। এ হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে ৮২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, বেশ কয়েকজন হতাহত লোক এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে সিএনএন জানিয়েছে। এ নিয়ে গাজায় ৫০ হাজার ২০৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৩ হাজার ৯১০ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ সব শেষ গত মঙ্গলবার জানিয়েছে, ১৮ মার্চ গাজায় ইসরায়েল পুনরায় যুদ্ধ শুরু করার পর থেকে ১ লাখ ৪২ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। মাত্র কিছু ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে পালিয়ে আসা অনেক মানুষ এখন রাস্তায় অবস্থান করছেন। এখানে খাবার, পানি এবং আশ্রয়ের জন্য অতি প্রয়োজনীয় জিনিসপত্রের খুব অভাব। জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সংবাদ সম্মেলনে বলেন, গাজার ২ মিলিয়ন মানুষ এ সময় এক মহামারি পরিস্থিতির মুখোমুখি। কারণ, একদিকে অবিরত বোমাবর্ষণ এবং অন্যদিকে অবরোধের কারণে মানবিক কার্যক্রম সীমিত হয়ে গেছে। 
 
আলজাজিরা জানায়, উত্তর গাজার জাবালিয়া শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সংবাদ সংস্থাগুলো তাঁর নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। শহরের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া অবস্থায় নিহত হন তিনি। অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের সামরিক অভিযান আরও তীব্র করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ বোস্টনের কাছে টাফটস বিশ্ববিদ্যালয়ের এক তুর্কি ডক্টরেট শিক্ষার্থীকে গ্রেপ্তার ও ভিসা বাতিল করেছে। গ্রেপ্তার শিক্ষার্থী গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছিলেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্র থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণের চাল বন্দরে

রোহিঙ্গাদের খাদ্যসহায়তার জন্য প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে রোববার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এই চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

বন্দরের তথ্য অনুযায়ী, এমভি ফ্লোরা টপিক জাহাজটি রোববার বেলা দুইটার দিকে বন্দরের ১১ নম্বর জেটিতে ভেড়ানো হয়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি ওয়েভ মেরিন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. সামিদুল হক প্রথম আলোকে জানান, রোববার বিকেল চারটায় জাহাজটি থেকে চাল খালাস শুরু হয়। ঈদের দিন খালাস বন্ধ থাকবে। পরদিন থেকে আবার পুরোদমে খালাস শুরু হবে।

সম্পর্কিত নিবন্ধ