সিদ্ধিরগঞ্জে দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাবুল মোল্লা (৫৫) নামে এক নির্মাণ কন্ট্রাকটরকে মারধর করে আহত করেছে।

এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করেন। 

চিকিৎসা শেষে বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় বাবুল মোল্লা তিন জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখিত অভিযুক্তরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার পূর্ব সানারপাড়, মৌচাক ওসমান গণি রোড এলাকার মো.

করিম (৪০), মো. আসলাম (৪০) ও মো. জহির (৩২)। 

অভিযোগ সূত্রে জানাগেছে, আহত বাবুল মোল্লা দীর্ঘদিন ধরে চুক্তিতে লেবার দ্বারা বিল্ডিংসহ বিভিন্ন নির্মাণ কাজ করে আসছেন। এর সুবাধে পূর্ব সানারপাড়, মৌচাক ওসমান গণি রোড এলাকার মো. করিম, মো. আসলাম ও মো. জহিরদীর্ঘদিন যাবত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা বাবুল মোল্লাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদানসহ আমার ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ইফতারের পূর্বে অভিযুক্তরা তাকে মৌচাক ওসমান গণি রোডস্থ হারুন সাহেবের বাড়ীর সামনে তাকে ডেকে নিয়ে প্রথমে ২০ হাজার পরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাবুল মোল্লা চাঁদা দিতে অস্বীকার করায় তারা তাকে মারধর করে গুরুতর আহত করেন। 

আহত বাবুল মোল্লা জানান, অভিযুক্তরা উগ্র, সন্ত্রাসী ও চাঁদাবাজ প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন যাবত অত্র এলাকার অসহায় মানুষদের জিম্মি করে তাদের নিকট থেকে চাঁদা দাবি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। তিনি তাদের তাদের হাত থেকে রক্ষা পেতে আইনশৃংখলা বাহিনী, র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। 

অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এএসআই সোহেল রানা জানান, ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাওয়া যায়নি। তাদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন

এছাড়াও পড়ুন:

২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ...

ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। এর আগে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি। মার্ভেলের নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’ দিয়ে এবার চমকে দিয়েছেন পিউ। গত মঙ্গলবার মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারে তাঁকে সুউচ্চ ভবন থেকে লাফসহ ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। মার্কিন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানড্যাংগোর সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ সিনেমা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারের শুরুতেই ‘বোমা’ ফাটান পিউ। জানান, সিনেমাটিতে নিজের স্টান্ট নিজেই করেছেন তিনি! মালয়েশিয়ার কুয়ালালমপুরে অবস্থিতি পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন মার্দেকা ১১৮–এর ওপর থেকে লাফ দিয়েছেন তিনি। ২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দেওয়াটা ছিল তাঁর অন্য রকম অভিজ্ঞতা।

ফ্লোরেন্স পিউ

সম্পর্কিত নিবন্ধ