ইয়েমেনে ২ কোটি মানুষের সহায়তা প্রয়োজন
Published: 27th, March 2025 GMT
মধ্যপ্রাচ্যের সংঘাতপীড়িত দেশ ইয়েমেনে বেঁচে থাকার জন্য সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল প্রায় ২ কোটি মানুষ। জাতিসংঘের শরণার্থী নিরাপত্তাবিষয়ক অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
২০২৫ সালে ১১তম বছরে পা রেখেছে ইয়েমেনের সংঘাত। শিগগিরই এই সংঘাত থামার কোনো সম্ভাবনা যেমন নেই, তেমনি জনগণের ভোগান্তি লাঘবের আশাও নেই।
বর্তমানে আন্তর্জাতিক রাজনীতির স্পটলাইট থেকে অনেকটুকু সরে গেছে ইয়েমেনের যুদ্ধ। বর্তমানে ইয়েমেনে সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল প্রায় ২ কোটি মানুষ। সহায়তার প্রবাহ ব্যাহত হলে তাদের জীবন ধারণ চরম ঝুঁকির মধ্যে পড়বে বলেছে জাতিসংঘের সংস্থাটি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ...
ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। এর আগে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি। মার্ভেলের নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’ দিয়ে এবার চমকে দিয়েছেন পিউ। গত মঙ্গলবার মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারে তাঁকে সুউচ্চ ভবন থেকে লাফসহ ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। মার্কিন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানড্যাংগোর সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ সিনেমা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারের শুরুতেই ‘বোমা’ ফাটান পিউ। জানান, সিনেমাটিতে নিজের স্টান্ট নিজেই করেছেন তিনি! মালয়েশিয়ার কুয়ালালমপুরে অবস্থিতি পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন মার্দেকা ১১৮–এর ওপর থেকে লাফ দিয়েছেন তিনি। ২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দেওয়াটা ছিল তাঁর অন্য রকম অভিজ্ঞতা।
ফ্লোরেন্স পিউ