তুরস্কজুড়ে বিক্ষোভের ডাক বিরোধী নেতার
Published: 27th, March 2025 GMT
তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল দেশটির প্রতিটি শহরে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, আগাম নির্বাচন আহ্বান অথবা ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুকে কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত দেশটির প্রতিটি শহরে বিক্ষোভ চলবে।
দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার ইস্তাম্বুলে বড় ধরনের বিক্ষোভ হবে। এর মধ্য দিয়ে ২০২৮ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তাঁর দলের নেতা একরেম ইমামোগলুকে দেশের পরবর্তী প্রেসিডেন্ট করার জন্য প্রচারের সূচনা হবে।
এদিকে বৃহস্পতিবার এএফপির সাংবাদিক ইয়াসিন আকগুলকে মুক্তি দিয়েছেন তুরস্কের একটি আদালত। এই ইমামোগলুর কারাদণ্ডের বিরুদ্ধে গণবিক্ষোভের খবর প্রচারের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। বিবিসি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ত রস ক
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্র থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণের চাল বন্দরে
রোহিঙ্গাদের খাদ্যসহায়তার জন্য প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে রোববার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এই চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।
বন্দরের তথ্য অনুযায়ী, এমভি ফ্লোরা টপিক জাহাজটি রোববার বেলা দুইটার দিকে বন্দরের ১১ নম্বর জেটিতে ভেড়ানো হয়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি ওয়েভ মেরিন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. সামিদুল হক প্রথম আলোকে জানান, রোববার বিকেল চারটায় জাহাজটি থেকে চাল খালাস শুরু হয়। ঈদের দিন খালাস বন্ধ থাকবে। পরদিন থেকে আবার পুরোদমে খালাস শুরু হবে।