যশোরের মনিরামপুরে জামায়াত নেতার বিরুদ্ধে ঈদগাহের প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হলেও কোনো সুরাহা হয়নি। 

প্যান্ডেল নির্মাণে বাধা দেওয়ায় ঈদ জামাত না হওয়ার আশঙ্কায় এলাকার মুসল্লিদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। অভিযুক্ত জামায়াত নেতা সেলিম জাহাঙ্গীরের দাবি ঈদগাহের পরিবর্তে রাস্তার পাশের জমিতে প্যান্ডেল নির্মাণের সময় বাধা দেওয়া হয়েছে।

এলাকাবাসী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শতক সরকারি খাস জমি রয়েছে। পাশেই রয়েছে স্থানীয় ইসাহাক আলী সানা ও তবিবর রহমান সানার জমি। দীর্ঘদিন ধরে এলাকার মুসল্লিরা সরকারি জমিতে ঈদগাহ বানিয়ে ঈদের জামাত করে আসছেন। পাশের জমির মালিক ইসাহাক আলী ও তাঁর ভাই বিআরডিবির সাবেক পরিচালক তবিবর রহমান এর আগে মসজিদ ও ঈদগাহে পাঁচ শতক করে জমি দানের ঘোষণা দেন। ইতোমধ্যে ইসাহাক মসজিদের নামে পাঁচ শতক জমি রেজিস্ট্রি করে দেন। তবিবর তাঁর জমি বিক্রি করে দেন। ইসাহাক ও তবিবরের মৃত্যুর পর এলাকার মুসল্লিরা ঈদগাহসহ তবিবরের ঘোষণা করা জমিতে ঈদ জামাত করে আসছেন। এরই ধারাবাহিকতায় ঈদগাহ কর্তৃপক্ষ ঈদুল ফিতরে জামাতের জন্য বৃহস্পতিবার প্যান্ডেল ও গেট নির্মাণ শুরু করে। 

অভিযোগ রয়েছে ইসাহাকের ছেলে উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর ও তাঁর লোকজন বাধা দিয়ে প্যান্ডেল নির্মাণ বন্ধ করে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকার মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ঈদগাহ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান বিষয়টির সুরাহা চেয়ে ইউএনওর কাছে আবেদন করেন। 

ইউএনওর নির্দেশে বিষয়টি তদন্ত করতে যান সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। কিন্তু এর সমাধান হয়নি। 

নিয়াজ মাখদুম জানান, রাস্তার পাশে সরকারি জমির (হালোট) ওপর ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণ করছিল ঈদগাহ কর্তৃপক্ষ। পাশের জমির মালিক সেলিম জাহাঙ্গীর দাবি করেন, ঈদগাহর জমি ছাড়া তাঁর জমির পাশের সরকারি জমির (হালোট) ওপর প্যান্ডেল নির্মাণ করায় তিনি বাধা দেন। 

নিয়াজ মাখদুম জানান, তদন্ত প্রতিবেদন ইউএনওর কাছে জমা দেওয়া হয়েছে। 

ইউএনও নিশাত তামান্না বলেন, বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই পক্ষকে বলা হয়েছে। তারা যদি সমাধান করতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: যশ র ব ষয়ট সরক র ঈদগ হ

এছাড়াও পড়ুন:

কুয়াকাটায় জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা

পবিত্র জলে গাঁ ভিজিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।  

অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করেন রাখাইন জনগোষ্ঠী। 

আরো পড়ুন:

বৈশাখে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উচ্ছ্বাস 

রঙে-আলোয় উজ্জ্বল বর্ষবরণ

বর্ষবরণের জলকেলি উৎসব উপলক্ষে নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন রাখাইন তরুণ-তরুণীরা। পরে তারা মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের শরীরে ছিটিয়ে জলকেলিতে মেতে ওঠেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করা অং চো বলেন, “কক্সবাজার থেকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এসেছি। নাচ, গান আর জলকেলি উৎসবে অংশগ্রহণ করেছি। দিনটি আমাদের দারুন কেটেছে। প্রতিবছর এ অনুষ্ঠানের ধারাবাহিকতা রক্ষা করার অনুরোধ জানাচ্ছি।” 

কেরানিপাড়ার রাখাইন তরুণী ম্যাসুয়েন বলেন, “বর্ষবরণ উপলক্ষে দিনভর নানা আয়োজন ছিল। এখানে সব অনুষ্ঠানে অংশ নিয়েছি। বিশেষ করে জলকেলির সঙ্গে নাচ আর গান দারুনভাবে উপভোগ করেছি। এমন আয়োজন করার জন্য উপজেলা প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানাই।”

কলাপাড়ার ইউএনও রবিউল ইসলাম বলেন, “উপজেলা প্রশাসনের অর্থায়নে ও রাখাইনদের সহযোগিতায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে। এ অনুষ্ঠানের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।”

পটুয়াখালী রাখাইন বুড্ডিস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরকারি মোজাহার উদ্দিন অনার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম ও কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান। 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • ভোলায় ইন্ট্রাকো কোম্পানির চারটি গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা
  • ভোলায় ইন্ট্রাকোর ৪টি গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা
  • প্রতিবন্ধী নারীর অনন্য পাঠশালা
  • ভোলায় গ্যাসভর্তি আরও তিনটি গাড়ি আটকে ছাত্র-জনতার বিক্ষোভ, উত্তেজনা
  • ইটনায় এবার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক নিয়োগে ‘ঘুষ চাওয়ার ফোনালাপ’ ফাঁস
  • অসদুপায় অবলম্বনে সহায়তায় কেন্দ্রের ২১ শিক্ষককে অব্যাহতি
  • কুয়াকাটায় জলকেলিতে মাতলেন রাখাইন তরুণ-তরুণীরা
  • পাহাড় কেটে মাটি বিক্রি, দুই লাখ টাকা জরিমানা