জুলাই গনঅভ্যুত্থানে আহত এ এবং বি ক্যাটাগরি জুলাই যোদ্ধাদের মাঝে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আর্থিক অনুদানের ১ম পর্বের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

মোট ৩৫ জন তালিকার মধ্য থেকে এ ক্যাটাগরিতে ৬ জন ও বি ক্যাটাগরিতে ২২ জন মোট ২৮ জন উপস্থিত যোদ্ধাহাতদের মাঝে অনুদানের এ চেক হস্তান্তর করা হয়।

‎‎বৃহস্পতিবার (২৭ মার্চ)  দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

‎চেক বিতরণ কালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তিনি বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মানুষের অধিকার আদায়ের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছিল। সে সংগ্রামে আমাদের অনেক ভাইয়েরা আত্মহুতি দিয়েছেন।

প্রথম শহীদ আবু সাঈদ, মুগ্ধ সহ আরো অনেকে শহীদ হয়েছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। যারা আহত হয়েছেন এর জন্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন স্থানে আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং করবেন। যে অবদান আপনারা রেখেছেন এই আর্থিক অনুদান আপনাদের জন্য কিছুই না।

আপনাদের পাশে থাকতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং পাশে আছি ভবিষ্যতেও পাশে থাকব। আপনারা সমাজ সংস্কারে যেই ভূমিকা পালন করেছেন নিজেদের জীবন উৎসর্গ করে, আমরা চির কৃতজ্ঞ। যারা এখনো আহত অবস্থায় আছেন আমরা আপনাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং এই ঈদকে সুন্দর ভাবে পালন করতে পারেন এই দোয়া করি।

যে আত্মত্যাগের বিনিময়ে এই বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই আর্থিক অনুদান এর তুলনায় কিছুই না খুবই সামান্য। আপনারা সবাই ভালো থাকবেন এই দোয়া করি।

‎‎নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে চেক বিতরণী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ‎অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট নিলুফা ইয়াসমিন, ‎অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট রাশেদ খান।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল চ ক ব তরণ অন ষ ঠ

এছাড়াও পড়ুন:

ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জাকারিয়া প্রকাশ নয়ন (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও র‌্যাব-৮। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলার কোতয়ালী থানাধীন নাজির মহল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার জাকারিয়া প্রকাশ নয়ন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়ার মো. ফারুকের ছেলে। র‌্যাব জানায়, ভিকটিমের বিয়ের পূর্বে মামলায় অভিযুক্ত মাহিমের সঙ্গে ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল। ভিকটিমের অন্যত্র বিয়ের পর বিভিন্ন সময় রাস্তা ঘাটে অভিযুক্ত মাহিম বিভিন্ন ভাবে উত্যক্ত করতেন ও কু-প্রস্তাব দিতেন। এরই ধারাবাহিকাতায় গত ৭ এপ্রিল নারায়ণগঞ্জের সদর উপজেলার গাবতলী এলাকায় কোলের শিশুকে জিম্মি করে ভিকটিমকে দফায় দফায় ধর্ষণ করা হয়। ধর্ষণের ভিডিও ধারণ করে ও ভয়-ভীতি দেখিয়ে প্রায় এক মাস ধরে অভিযুক্ত মাহিম এজাহারনামীয় অন্যান্য আসামির সহায়তায় দফায় দফায় ভিকটিমকে ধর্ষণ করছিল। গত ৭ এপ্রিল সর্বশেষ ধর্ষণের পর ভিকটিম অসুস্থ হয়ে পড়েন।

ভিকটিমের স্বামী র‌্যাবকে জানান, রমজান শুরু হওয়ার আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে ইসদাইর-গাবতলী লিংক রোড দিয়ে যাওয়ার সময় ইসদাইর বটতলা এলাকার সজিব ওরফে বদনা সজিব, গাবতলী মাজার এলাকার রাকিব ওরফে মাইন, জাকারিয়া প্রকাশ নয়ন ও নজরুলসহ অজ্ঞাত দুজন সহযোগী তার সন্তানকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে আরও কয়েক দফা ধর্ষণ করে। সর্বশেষ গত ৭ এপ্রিল তাকে পুনরায় ফতুল্লা মডেল থানাধীন গাবতলী প্রাইমারী স্কুলের পাশের পাঁচ তলা বাড়ির নিচ তলার রুমের ভেতরে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রূপগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার  
  • কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কারে না’গঞ্জ চেম্বারের ৫ লাখ টাকা অনুদান
  • নকশা বহির্ভূত নির্মাণ কাজে রাজউকের অভিযান
  • নারায়ণগঞ্জে নকশা না মেনে ভবন নির্মাণ, ১ লাখ টাকা জরিমানা
  • সিদ্ধিরগঞ্জে সরকারি জমি নিয়ে দিনভর উত্তেজনা
  • থানার ওসির ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল
  • গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান নারায়ণগঞ্জ চেম্বারের
  • আড়াইহাজার থানার ওসির ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
  • ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালানোর ঘটনায় চালক-মালিকের বিরুদ্ধে মামলা 
  • ছোট্ট শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় যুবক গ্রেপ্তার