নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন টেকসই হবে না: জোনায়েদ সাকি
Published: 27th, March 2025 GMT
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের অনেকগুলো জায়গা আছে। কিছু নির্বাচনের আগেই নির্বাহী আদেশে সংস্কার করা সম্ভব। আবার অনেকগুলো সংস্কার, যেগুলো সাংবিধানিক ও মৌলিক কাঠামোগত, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করতে হবে। নির্বাচিত সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন করা টেকসই হবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপজেলা সদরে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়।
জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশনের উদ্যোগে সব রাজনৈতিক দল একমত হবে। সর্বসম্মত জায়গায় দাঁড়াবে। সেটি জাতীয় সনদ আকারে সামনে আসবে। সেই পরিবর্তনগুলো আসবে। আর যেসব জায়গায় অনৈক্য আছে, দ্বিমত আছে, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলো অধিকতর জনমত গঠন করবে। জনগণের সমর্থনের ওপর বিষয়টি নির্ভরশীল।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘ভারত সরকারকে বলব, আপনারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। ১৯৯০ সালে এরশাদবিরোধী গণ-অভ্যুত্থান হয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আশা পূরণ হয়নি। আওয়ামী লীগের আমলে এ দেশের মানুষের সবার কণ্ঠ রোধ করা হয়েছিল, বিরোধী দলের মত দমন করা হয়েছিল।’ তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও সাম্য প্রতিষ্ঠিত হয়নি দেশে। দেশের মানুষের এখনো ভোটের অধিকার নেই।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম। সঞ্চালনা করেন গণসংহতি আন্দোলন বাঞ্ছারামপুরের সমন্বয়কারী শামীম শিবলী। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বলিউডের ঘোর দুর্দিন, বড় তারকাদের সতর্ক করলেন পরিচালক
অনেক দিন ধরেই হিন্দি সিনেমার দুরবস্থা। ২০২৩ সালে কিছু ঘুরে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবারও বলিউডের শনির দশা। ঈদের মতো বড় উৎসবে মুক্তি পেয়েও সালমান খানের মতো বড় তারকার সিনেমা বেহাল। কিছুদিন আগেই নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেছিলেন, বলিউডের দুর্দশার মূল কারণ, বড় তারকার অতিরিক্ত পারিশ্রমিক। এবার একই বিষয়ে কথা বললেন পরিচালক সুজিত সরকার। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত বলেন, পারিশ্রমিক না কমালে বড় তারকাদের কেউ আর সিনেমায় নেবে না।
‘ভিকি ডোনার’, ‘পিকু’, ‘অক্টোবর’, ‘মাদ্রাজ ক্যাফে’ নির্মাতা সুজিত মাঝারি বাজেটে সিনেমা বানান। নিজের সিনেমায় বড় তারকাদের সাধারণত নেন না। ফলে তাঁর বেশির ভাগ সিনেমাই মুক্তির পর লগ্নি তুলে আনে। কিন্তু এখন বলিউডের প্রথম সারির শিল্পীর এত বেশি পারিশ্রমিক হাঁকছেন যে সিনেমার বাজেটের বড় অংশ চলে যাচ্ছে তাঁদের পেছনেই। ‘জনপ্রিয় শিল্পীদের উচিত পারিশ্রমিক কমানো। তাঁরা যদি এটা না করেন, তাহলে নির্মাতারা তাঁদের নতুন কাজের প্রস্তাব দেবেন না।’ বলেন সুজিত।
এই নির্মাতা বলেন, তাঁর ছবিতে যাঁরা কাজ করতে চান, তাঁরা ভালো করেই বাজেট সম্পর্কে ধারণা রাখেন। কেউ বাড়তি পারিশ্রমিক দাবি করেন না। বলিউডের এমন মন্দার বাজারে তারকাদের পারিশ্রমিক পুনর্নির্ধারণের পরামর্শ সুজিতের। ‘এখন এমন একটা কঠিন সময় যে নির্মাতাদের অবশ্যই লগ্নি তুলে আনতে কম বাজেটে সিনেমা বানাতে হবে। তাই জনপ্রিয় তারকারা পারিশ্রমিক না কমালে আমাদের বিকল্প ভাবতে হবে।’ বলেন সুজিত।
সুজিত সরকার। এএনআই