ফরহাদপত্নীকে গ্রেপ্তার দেখাতে আদালতের নির্দেশ
Published: 27th, March 2025 GMT
নাশকতার নির্দেশদাতা হিসেবে সৈয়দা মোনালিসা ইসলামকে (৪৩) গ্রেপ্তার দেখাতে নির্দেশ দিয়েছেন মেহেরপুরের আদালত। তিনি সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি। এর আগে গ্রেপ্তার দেখানো অন্য একটি মামলায় মোনালিসার পক্ষে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন। সেই আবেদন নাকচ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মন্জুরুল ইমাম। কোর্ট পুলিশ পরিদর্শক মানস রঞ্জন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে বিচারক জামিন আবেদন নাকচ করেন। এরপর নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তা প্রহলাদ রায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক মো.
উল্লেখ্য, আরেকটি মামলায় সম্প্রতি সৈয়দা মোনালিসা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চবির ৫ শিক্ষার্থীকে উদ্ধারে খাগড়াছড়িতে অভিযান চলছে
খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৬ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।
সোমবার (২১ এপ্রিল) সকাল থেকে অপহৃতদের উদ্ধারে খাগড়াছড়ি সদরের সুরেন্দ্র মাস্টার পাড়া, পূর্ণ চন্দ্র কারবারী পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। এসময় সন্দেহভাজন ৭ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। তবে তfদের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ’র ব্যবহৃত বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা আজ (সোমবার) সকালে যৌথবাহিনীর অভিযানের খবর নিশ্চিত করেছেন। অপহৃতরা উদ্ধার না হওয়া পর্যন্ত যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ও একজন টমটম চালক অপহৃত হন।
ঢাকা/রূপায়ন/টিপু