কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো, ব্যাখ্যা দিলেন অভিনেতা নিজেই
Published: 27th, March 2025 GMT
লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া। পুলিশের গাড়িতে অভিনেতা আফরান নিশোকে নেওয়া হচ্ছে রাজধানীর গুলশানে। প্রথম দেখাতেই যে কারো মনে হবে নিশোকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে দুইজন পুলিশ। কিন্তু বিষয়টা মোটেও তা নয়।
অভিনেতা আফরান নিশো এমন কোনও অপরাধেও জড়িত নন, যার জন্য সাজাপ্রাপ্ত হয়েছেন। মূলত, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে নিশো অভিনীত সিনেমা ‘দাগি’।
সিনেমাটি মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার নির্মাতা শিহাব শাহীন, দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, অভিনেতা গাজী রাকায়েত, অভিনেত্রী মনিরা মিঠুসহ সিনেমার কলাকুশলীরা।
এসময় নির্মাতা শিহাব শাহীন বলেন, নিশান-জেরিনের ভালোবাসা-বিরহের গল্প ‘দাগি’। একই সঙ্গে চরিত্র দুটির অনুশোচনার গল্পও। আবার এখানে কারাগারের ব্যাপারও আছে। আর জেলের দাগ একবার যার লাগে, বাকি জীবন সে দাগি হয়ে থাকে। এখান থেকেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ক্ষমার বিষয়টি। যা আমাদের জীবনে তো বটেই, ধর্ম ও মানবতারও অন্যতম প্রধান অনুষঙ্গ। তাই আমরা বলছি, ‘দাগি’ মুক্তি বা প্রায়শ্চিত্তের গল্প।
এর আগে পুলিশ ভ্যানে আফরান নিশোকে নিয়ে আসা হয় অনুষ্ঠানস্থলে। সংবাদ সম্মেলনও কয়েদীর পোশোকে হাজির হন তিনি। এসময় এমন পোশাকে উপস্থিত হওয়ার ব্যাখ্যাও দিলেন এই অভিনেতা। সমকালকে তিনি বলেন, “আজ যে পোশাকে হাজির হয়েছি এটা ছিল নিতান্তই ‘দাগি সিনেমার প্রচারের জন্য করা। বাইরের দেশগুলোতেও এমন প্রচার বিভিন্ন সময় দেখা যায়। অনেকেই এটা ইতিবাকভাবে, আবার কেউ নেতিবাচকভাবে নিচ্ছে। এটা নির্ভর করে যারা প্রচার মধ্যমের সঙ্গে জড়িত তাদের ওপর। তারা যেভাবে প্রচার চালাবে মানুষের কাছে সেভাবেই পৌঁছাবে।”
সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।
প্রসঙ্গত, ‘দাগি’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন নিশো নিজেই। যেটি বুধবার প্রকাশ হয়েছে। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন নিধি। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আফর ন ন শ আফর ন ন শ
এছাড়াও পড়ুন:
নিহত যুবদলকর্মী স্বজনের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার সামগ্রী পেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত যুবদল কর্মী আবুল হোসেন স্বজনের পরিবার।
শনিবার (২৯ মার্চ) সকালে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের কুশিয়ারা এলাকায় নিহত স্বজনের পরিবারের সাথে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা সৌজন্য সাক্ষাৎ করেন এবং ঈদ উপহার তুলে দেন।
এসময়ে তারা যুবদল কর্মী স্বজনের পরিবারের খোঁজখবর নেন। এবং যেকোন প্রয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি তাদের পাশে রয়েছে বলে তাদেরকে সান্তনা দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ মহানগর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।