সব তারকার পছন্দ জুঁই মাল্টি-ভিটামিন অয়েল
Published: 27th, March 2025 GMT
চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে।
জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।
নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুক্ষ-শুষ্ক চা বাগানে অবশেষে স্বস্তির বৃষ্টি
টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার উপজেলাগুলোর চা বাগানগুলো অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে। বিক্ষিপ্ত বৃষ্টির স্পর্শে নির্মল সবুজের দেখা মিলেছে সেখানে। প্রথম দফা বৃষ্টির পরেই চা গাছগুলোতে নতুন কুঁড়ি উঁকি দিতে শুরু করেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রচণ্ড তাপে ঝলসে গিয়েছিল বাগানের অধিকাংশ চা গাছ। অনেক স্থানে শুরু হয়েছিল লাল রোগের প্রাদুর্ভাব। চা উৎপাদন শুরুর মৌসুমে মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে কমে যায় উৎপাদনের গতি। চলতি সপ্তাহ ধরে বিক্ষিপ্ত বৃষ্টিপাতে পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করেছে। বাগান রক্ষায় কৃত্রিম সেচের প্রয়োজন নেই। চলতি বছরে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি।