চুলের সমস্যার সমাধানে জুঁই এনেছে ‘জুঁই মাল্টি-ভিটামিন অয়েল’। এই তেলের বোতলের ভেতরে আছে একটি ন্যাচারাল মাল্টি-ভিটামিন ক্যাপসুল, যাতে রয়েছে তিসি ও তিল। এতে রয়েছে ভিটামিন এ, ডি ও ই, যা প্রতিনিয়ত তেলের সঙ্গে মিশতে থাকে। 

জুঁই মাল্টি-ভিটামিন অয়েলে আছে তিনটি ভ্যারিয়েন্ট, যার প্রতিটা আলাদা আলাদা চুলের যত্নে সাহায্য করে। জুঁই মাল্টি-ভিটামিন কোকোনাট অয়েল চুল পড়া কমায়; জুঁই মাল্টি-ভিটামিন অনিয়ন অয়েল নতুন চুল গজাতে সাহায্য করে; জুঁই মাল্টি-ভিটামিন বেলি অয়েল চুল রাখে সুরভিত ও স্বাস্থ্যোজ্জ্বল।

নতুন মাল্টি-ভিটামিন অয়েলের অভিজ্ঞতা জানতে জনপ্রিয় তারকাদের উপহার পাঠিয়েছে জুঁই। তাদের মধ্যে আছেন- তানজিম সাইয়ারা তটিনী, রাফিয়াত রশিদ মিথিলা, মাশা ইসলাম, শবনম ফারিয়া, জান্নাতুল সুমাইয়া হিমি এবং সালহা খানম নাদিয়া। তারা সবাই নতুন জুঁই ব্যবহার করেছেন এবং নিজেদের মতো করে জানিয়েছেন তাদের পছন্দের কথা। সংবাদ বিজ্ঞপ্তি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিমধারী

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে দুই দিনে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ মোবাইল সিম ব্যবহারকারী।

রবিবার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।

ফেসবুক পোস্টে তিনি গত দুই দিনে সব মোবাইল অপারেটরের হিসাব তুলে ধরে জানান, ঈদের ছুটির দুই দিনে কী পরিমাণ মানুষ ঢাকা ছেড়েছেন।

আরো পড়ুন:

ঈদযাত্রা: শেষ মুহূর্তে সদরঘাটে স্বস্তির হাসি

কড়া নাড়ছে ঈদ, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা

তার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ মার্চ) ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী । শনিবার (২৯ মার্চ) ঢাকা ত্যাগ করেছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন সিমধারী।

২৮ মার্চ ঢাকায় প্রবেশ করেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী এবং ২৯ মার্চ ৫ লাখ ৮৮ হাজার ৪ সিমধারী।

রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

ঢাকা/হাসান/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ