বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিককে পিটিয়ে আহত, ক্যামেরা ভাঙচুর ও মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের গেটে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন- নূরুল আমিন রাসেল ও মনিরুল ইসলাম। তারা বরিশাল থেকে প্রকাশিত দুটি পত্রিকায় কাজ করেন। আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত নূরুল আমিন রাসেল বলেন, ‘‘একটি হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মো.

আব্বাস হাওলাদারসহ পাঁচজন আদালত থেকে জামিন পেয়েছেন। জামিন পেয়ে আদালত থেকে বের হওয়ার সময় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২ থেকে ১৫ জন আব্বাস হাওলাদারকে অপহরণের চেষ্টা করেন। সেই দৃশ্য ধারণের সময় সোহেল রাঢ়ীর নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়।’’

তবে, হামলার অভিযোগ অস্বীকার করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ী।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/পলাশ/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল জ ল ছ ত রদল

এছাড়াও পড়ুন:

সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে  ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”

আরো পড়ুন:

বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ