এক সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত এক সপ্তাহ আগে বাজারে ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হলেও এক সপ্তাহে দাম ২০০ টাকা ছাড়িয়েছে। আবার কয়েকটি বাজারে দাম যাওয়া হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি। ক্রেতাদের ভাষ্য, শবে কদর ও ঈদুল ফিতর সামনে রেখে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।

ব্যবসায়ীরা বলছেন, শবে কদর ও ঈদুল ফিতর সামনে রেখে মুরগির চাহিদা বেড়েছে। আবার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ নেই বাজারে। ফলে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। অধিকাংশ দোকানে দাম ২০০ থেকে ২১০ টাকার মধ্যে। তবে গুটিকয় দোকানি দাম বেশি নিচ্ছেন।

নগরের আসকারদীঘি, বহদ্দারহাট ও চকবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরও বলছে, সদর বাজারগুলোতে ব্রয়লার মুরগির গড় দাম ১৯০ থেকে ২০০ টাকা। তবে নগরের কয়েকটি বাজারে দাম ২৩০ থেকে ২৪০ টাকা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

গতকাল বুধবার রাতে নগরের চৌমুহনী কর্ণফুলী মার্কেট থেকে ব্রয়লার কিনেছেন বেসরকারি চাকরিজীবী মাহমুদুল হক শাহ ও ইমরান হোসেন। তাঁরা জানান, গত সপ্তাহে ১৮৫ টাকা দরে কিনলেও এখন দাম চাওয়া হচ্ছে ২৪০ টাকা। পাইকারি বাজারে বেশি দামের অজুহাতে দাম বেশি নিচ্ছেন বিক্রেতা।

কর্ণফুলী মার্কেটের মুরগি বিক্রেতা আবু সৈয়দ বলেন, ‘আমরা ২১০ টাকা দরে মুরগি কিনতে হচ্ছে। তাঁর সঙ্গে আনুষঙ্গিক খরচ যোগ করে ২৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। বড় পোলট্রি খামারগুলো বাজারে মুরগি সরবরাহ দিচ্ছে না। তাই দাম বেড়েছে।’

তবে নগরে রিয়াজউদ্দিন বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি দোকানগুলোতে ১৯০ টাকা দরে মাঝারি আকারের ব্রয়লার বিক্রি হয়েছে। ছোট আকারে ব্রয়লার বিক্রি হয়েছে ২০০ টাকা দরে। চকবাজারেও একই দামে বিক্রি হয়েছে।

চকবাজারের সেলিম পোলট্রি শপের ব্যবস্থাপক আবদুল কাদের প্রথম আলোকে বলেন, সরবরাহ কম, সেটি সত্য। তবে দাম ৫-১০ টাকার বেশি বাড়েনি। বাজারে ২০০ থেকে ২১০ টাকার মধ্যে ব্রয়লার বিক্রি হয়েছে। সোনালি মুরগি ২৮০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বর্তমানে ঈদ ঘিরে বাস কাউন্টারগুলোতে অভিযান চলছে। ফলে বাজারে আপাতত নিয়মতি অভিযান নেই। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে অভিযান পরিচালনা করা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২১০ ট ক ২০০ ট ক ম রগ র

এছাড়াও পড়ুন:

রাজশাহী ওয়াসায় চাকরি, বেতনের সঙ্গে রয়েছে গাড়ি সুবিধা

রাজশাহী পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (রাজশাহী ওয়াসা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তির ভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেবে।

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: ১

আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ, পদ ১৩৩০২৫ মার্চ ২০২৫

যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রি। সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন, এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে। অবশ্যই পানি সরবরাহ, পানি ব্যবস্থাপনা ও পয়োনিষ্কাশন খাতে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শী হতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৬০ বছর।

চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: প্রচলিত নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক ব্যবহারের জন্য চালক-জ্বালানিসহ একটি গাড়ি, আবাসিক টেলিফোন, মুঠোফোন ও তার বিল ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ প্রদান করবে।

আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ২৭ মার্চ ২০২৫আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিস্তারিত বিবরণসংবলিত নিজের জীবনবৃত্তান্তসহ আহ্বায়ক, কর্মসম্পাদন সহায়তা কমিটি, রাজশাহী ওয়াসা বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

সদস্যসচিব, কর্মসম্পাদন সহায়তা কমিটি, রাজশাহী, বাসা নম্বর ২৮৪, সেক্টর ২, হাউজিং এস্টেট, উপশহর রাজশাহী-৬২০২।

আবেদনপত্র পাঠানোর শেষ সময়

২৪ এপ্রিল ২০২৫, বেলা তিনটা পর্যন্ত।

আরও পড়ুনব্র্যাকে খণ্ডকালীন চাকরি, বেতনের সঙ্গে উৎসব বোনাস, স্বাস্থ্যবিমাসহ নানা সুবিধা২৬ মার্চ ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঈদুল ফিতরে ঢাকায় গরুর মাংসের বাজার ৩২০ কোটি টাকার
  • ধান-চালের দাম বাড়ার পেছনে যত কারণ 
  • দেশের বাজারে বাড়লেও এশিয়ার বাজারে কমছে চালের দাম
  • রাজশাহী ওয়াসায় চাকরি, বেতনের সঙ্গে রয়েছে গাড়ি সুবিধা
  • লিটারে ১৮ টাকা দাম বাড়াতে চান আমদানিকারকরা
  • ইইউ নাগরিকদের ৭২ ঘণ্টার রসদ মজুত রাখার পরামর্শ