নরসিংদীতে যানযটের কারণ অটোরিকশা-মিশুক
Published: 27th, March 2025 GMT
নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের ৫৪ কিলোমিটার সড়কে ঈদযাত্রায় ঘরমুখী মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক, রিকশা ও সিএনজিচালিত যানবাহন। তবে যানজট নিরসনে ট্রাফিক বিভাগ কঠোর ভূমিকায় আছে বলে জানায় জেলা পুলিশ।
এদিকে, ঢাকা-মহাসড়কে ছয় লেন প্রকল্পের কাজের জন্য দূরপাল্লার যানবাহনের যাত্রীর ভোগান্তি দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকা মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনগুলোকে একরকম বাধ্য হয়ে মহাসড়কে চলাচল করতে দিচ্ছে ট্রাফিক পুলিশ। এর মধ্যে নরসিংদীর ভেলানগর, ইটাখোলা, মরজাল, বারৈচা, মাধবদীসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা, মিশুক, রিকশা ও সিএনজিচালিত তিন চাকার যানবাহন। অটোরিকশাচালকরা মহাসড়ক বন্ধ করে যাত্রী ওঠা-নামা করছেন। তাদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ।
যাত্রীরা বলেন, মহাসড়কে এখন শৃঙ্খলাভঙ্গের কারণ অবৈধ অটোরিকশা। তাদের কোনোভাবে গতিরোধ করা যাচ্ছে না।
আরিয়ান নামে এক যাত্রী জানান, তার ভাই-বোন মাধবদী শহরে থাকেন। তাদের নিতে এখানে এসেছেন। পথজুড়ে শুধু অটোরিকশা। ট্রাফিককে যেন তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে।
আরমান নামে সিলেটগামী যাত্রী জানান, গুলিস্তান থেকে প্রথমে মাধবদী নেমেছেন। তারপর জরুরি কাজ সেরে এখন সিলেটের গাড়ির জন্য অপেক্ষা করছেন। এখানে দাঁড়িয়ে অটোরিকশার যন্ত্রণায় পাগল হয়ে যাওয়ার মত অবস্থা।
দূরপাল্লার কাউন্টার সার্ভিসের সুপারভাইজার রাকিবুল ইসলাম বলেন, “সকাল থেকেই যাত্রীদের উপস্থিতি বেশি দেখছি। তবে মহাসড়কে অটোরিকশার কারণে আমাদের গাড়িগুলো গতিরোধ করে আসতে হয়। এতে যাত্রীদেরও ভোগান্তি হচ্ছে।”
জেলখানা মোড়ে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর তোফায়েল আহমেদ বলেন, “আগের তুলনায় ট্রাফিক পুলিশের সার্ভিস দ্বিগুণ। রাত-দিন সময় দেওয়া হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। সবাইকে আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হতে হবে।”
পুলিশ সুপার আব্দুল হান্নান বলেছেন, “কর্মমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি গিয়ে ঈদ করতে পারে, সেজন্য ট্রাফিক পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সড়কে নিরাপত্তা জোরদারের জন্য রয়েছে অতিরিক্ত পুলিশ। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে জেলাব্যাপী নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে।”
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ৫৪ কিলোমিটার সড়কের মধ্যে ৪৪ কিলোমিটার সড়কে ছয় লেন প্রকল্পের কাজ চলমান। এতে ভোগান্তি নেই বলে জানিয়েছেন নরসিংদীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.
তিনি বলেন, “ঢাকা-থেকে পুরিন্দার পর পাঁচদোনা পর্যন্ত ১০ কিলোমিটার নতুন বাইপাস হচ্ছে। আর বাকি ৪৪ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় প্রকল্পে কাজ চলমান। এর মধ্যে ভেলানগর-ইটাখোলা, বাসাইল, শিবপুর, বেলাব ও রায়পুরার বিভিন্ন অংশে মহাসড়কে কাজ চলছে। ঈদ ঘিরে আমাদের ভ্রাম্যমাণ দল মাঠে কাজ করছে। ইতোমধ্যে সড়কের পাশ দখল করে রাখা ফুটপাতগুলো সড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া যেসব জায়গায় সড়কের সোলিংয়ে সমস্যা হচ্ছে, সেগুলো দ্রুত সংস্কার করা হচ্ছে।”
ঢাকা/হৃদয়/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদ্যাপন
সাত বছর পর পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে বড় ছেলে তারেক রহমানের বাসায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি সূত্রে পাওয়া পারিবারিক একটি ছবিতে বড় ছেলে তারেক রহমান, তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও বড় নাতনি জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়াকে দেখা গেছে।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে যুক্তরাজ্য ছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে। জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, লন্ডন সময় আজ রোববার সকালে ঈদের নামাজ পড়ে বাসায় ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে নিয়ে ছবিটি তুলেছেন।
এর আগে সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে আসেন খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদ্যাপন করেন। এরপর দীর্ঘদিন কারাবন্দী থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তাঁর।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার সকাল ১০টায় লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামের খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন। যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিসবাহ উজ্জামান সোহেল জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে ঈদের জামাতে অংশ নিতে কিংসমিডো স্টেডিয়ামে যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন পর্যায়ের ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতা–কর্মী উপস্থিত হন।
লন্ডনের কিংসমিডো স্টেডিয়ামে যুক্তরাজ্য বিএনপির নেতা–কর্মীদের নিয়ে ঈদের জামাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান