চট্টগ্রামে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৩০ হাজার টাকা জরিমানা
Published: 27th, March 2025 GMT
চট্টগ্রাম নগরী থেকে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে এবং যাত্রীদের যাত্রা নিরাপদ করতে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বুধবার (২৬ মার্চ) বিকেল থেকে নগরীর দামপাড়া, অলংকার, একে খান, কর্নেল হাটসহ দূরপাল্লার বাসস্টেশন ও বাস কাউন্টারে অভিযান শুরু হয়েছে। প্রথম দিনে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী চট্টগ্রামের বিআরটিএ’র আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া জানান, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং যাত্রীদের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেই ব্যাপারে কঠোর অবস্থানে থেকে অভিযান শুরু করেছে বিআরটিএ।
বুধবার (২৬ মার্চ) অভিযানের প্রথম দিনে অলংকার মোড়ে বাঁধন পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একে খান স্টেশনে শাহী পরিবহন ও জোনাকি পরিবহনকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন:
ঈদযাত্রা: গাজীপুরে যাত্রীর ঢল, অতিরিক্ত ভাড়া আদায়
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে স্বস্তির ঈদযাত্রা
অভিযানে থাকা চট্টগ্রাম বিভাগের বিআরটিএ’র পরিচালক মাসুদ আলম বলেন, ‘‘ঈদযাত্রার প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় এবং কাউকে যেন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দিতে না হয়, সেই ব্যাপারে আমরা কঠোর অবস্থানে রয়েছি।’’
অভিযানে উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক ওমর ফারুক, সিএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো.
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক পর বহন সড়ক দ র ঘটন ব আরট এ ঈদয ত র
এছাড়াও পড়ুন:
ভোলায় ইন্ট্রাকো কোম্পানির চারটি গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা
ভোলা থেকে সিএনজি আকারে ঢাকার কলকারখানায় দেওয়ার গ্যাস পরিবহনের দায়িত্বে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির আরও চারটি গাড়ি আটকে দিয়েছে ছাত্র-জনতা। শনিবার বিকেলে ভোলা বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তিনটি গাড়ি আটকে দিয়ে সড়কে বিক্ষোভ করেছে। এর আগে শুক্রবার রাতে আরেকটি গাড়ি আটকে দেয় তারা।
সদরের ইউএনও মো. আরিফুজ্জামান ও সদর থানার ওসি আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ইউএনও আন্দোলনকারীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করে তাদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমাধানের আশ্বাস দেন। এই গ্যাস ভোলায় ব্যবহার এবং ঘরে ঘরে সংযোগের দাবি না মানা পর্যন্ত ভোলা থেকে গ্যাস নিতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন আন্দোলনকারীরা।
ভোলার গ্যাস অন্যত্র নেওয়া বন্ধ করে ভোলায় গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়াসহ পাঁচ দফা দাবিতে ছাত্র- জনতার ব্যানারে আন্দোলন চলছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্যাস পরিবহনের একটি গাড়ি ঢাকা যাওয়ার পথে বাস টার্মিনাল এলাকা আটকে দেয় ছাত্র-জনতা। তারা এ সময় ভোলার গ্যাস দিয়ে ভোলায় কলকারখানা স্থাপন ও ঘরে ঘরে গ্যাস সরবরাহের দাবিতে স্লোগান দেয়।
এর আগে শুক্রবার সকালে ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, ঘরে ঘরে গ্যাস সংযোগ ও গ্যাস পাচার বন্ধ করাসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও মিছিল করে বদ্বীপ ছাত্রকল্যাণ সংসদ।
এ বিষয়ে ইন্ট্রাকো কোম্পানির স্থানীয় কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, ছাত্র-জনতার দাবির পরিপ্রেক্ষিতে সিলিন্ডার পরিবহন করা গাড়ি ঢাকা যাওয়া সাময়িক বন্ধ রয়েছে।
২০২৩ সালের মে মাসে ভোলার গ্যাস সিলিন্ডার করে ঢাকার কলকারখানায় সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানির সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দৈনিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকার ১৮টি কারখানায় সরবরাহ করছে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানি।