সিদ্ধিরগঞ্জে তিন শতাধিক রোজাদার পথচারীর মাঝে ইফতার বিতরণ
Published: 27th, March 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ থানা শাখার উদ্যোগে তিন শতাধিক পথচারী রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জ পুল, ২ নম্বর বাসস্ট্যান্ড ও চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমানের নেতৃত্বে ইফতার বিতরণে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোমেন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় থানা সভাপতি মুহাম্মদ সাহিদুর রহমান বলেন, ইসলামি যুব আন্দোলন মানুষের কল্যাণে, ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে রাজনীতি করে। সেই ধারাবাহিকতায় আজকে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ইফত র ব তরণ স দ ধ রগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ...
ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ক্যারিয়ারগ্রাফটা অদ্ভুত। কম বাজেটের স্বাধীন ঘরানার সিনেমা যেমন করেছেন, তেমনি আবার মার্ভেলের সিনেমাও করেছেন। এর আগে দেওয়া সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ক্যারিয়ারজুড়েই এ বৈচিত্র্য ধরে রাখতে চান তিনি। মার্ভেলের নতুন সিনেমা ‘থান্ডারবোল্টস’ দিয়ে এবার চমকে দিয়েছেন পিউ। গত মঙ্গলবার মুক্তি পাওয়া সিনেমার ট্রেলারে তাঁকে সুউচ্চ ভবন থেকে লাফসহ ধুন্ধুমার সব অ্যাকশন দৃশ্যে দেখা গেছে। মার্কিন টিকিট বিক্রির ওয়েবসাইট ফ্যানড্যাংগোর সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ সিনেমা নিয়ে সবিস্তার কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারের শুরুতেই ‘বোমা’ ফাটান পিউ। জানান, সিনেমাটিতে নিজের স্টান্ট নিজেই করেছেন তিনি! মালয়েশিয়ার কুয়ালালমপুরে অবস্থিতি পৃথিবীর দ্বিতীয় উঁচু ভবন মার্দেকা ১১৮–এর ওপর থেকে লাফ দিয়েছেন তিনি। ২ হাজার ৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দেওয়াটা ছিল তাঁর অন্য রকম অভিজ্ঞতা।
ফ্লোরেন্স পিউ