অর্থনীতির স্বার্থে প্রয়োজনে ঈদের ছুটিতে বৈঠক করবেন অর্থ উপদেষ্টা
Published: 27th, March 2025 GMT
ঈদের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সবকিছু সচল থাকবে। ঈদের ছুটিতে উপদেষ্টা পরিষদের বেশির ভাগ সদস্য ঢাকায় থাকবেন।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এ কথাগুলো বলেন।
এবারের ঈদে যে দীর্ঘ ছুটি, তাতে অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘না। দরকার হলে বন্ধের মধ্যে বৈঠক করব। আমাদের মধ্যে কথা হয়েছে। কেউ ছুটিতে বিদেশে গেলে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে বৈঠক হবে।’
নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করার চিন্তা আছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তাঁর কাছে প্রশ্ন ছিল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম যে ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচি নিয়েছিলেন, তিনি এ ধরনের কিছু হাতে নেবেন কি না।
জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এটা দেখব। তবে ১০০ দিনের কর্মসূচি থেকে ভালো হবে নিয়মিত প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।’
আজ অনুষ্ঠিত বৈঠকে টিসিবির মাধ্যমে আলু বিক্রির প্রস্তাব এসেছে বলে জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আলু এত বেশি—কীভাবে টিসিবির মাধ্যমে বিক্রি করা যায়, সেই চিন্তা চলছে। একটা সমস্যা অবশ্য আছে। বেশি দামে কিনে সস্তা দামে দেওয়া অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।
ক্রয় কমিটির বৈঠকে ১১টি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
ক্রয় কমিটিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো এবং যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ৩৬৬ কোটি ৮৮ লাখ টাকা। গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার প্রাইভেট লিমিটেড এলএনজি সরবরাহ করবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত
ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাগরি বাজার সংলগ্ন ফরাজি বাড়ি মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হাওলাদার উপজেলার বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বরিশালগামী একটি কাভার্ড ভ্যান রাজাপুরগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে।’’
ঢাকা/অলোক/রাজীব