আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত বলেন, আমি আমার মান্যবর ডিসি মহাদয়কে অনুরোধ করব, আমরা জনগণের বন্ধু হতে চাই। আমরা জনগণকে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছি। রাষ্ট্র এমন কাজ না করে, যেন আমরা খলনায়ক হিসাবে জনসাধারণের মাঝে উপস্থিত হই। 

রাষ্ট্র আমাদেরকে দিয়ে এমন অন্যায় কাজ না করোর, যাতে আমরা এরকম দিন এরকম সময় আমাদের মাঝে বারবার ফিরে না আসে। আমরা অতিব দুঃখের সহিত জানাচ্ছি আমাদেরকে প্রতিনিয়ত রাষ্ট্র আমাদেরকে ব্যবহার করে।

বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলা প্রশাসন ও আড়াইহাজার পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘জুলাই-২৪ গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মাঝে অর্থ অনুদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্দেশ্যে এসব কথা বলেন। 

এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ‘আমরা যেন একটি সয়ংসম্পূর্ণ একটি শায়িত্ব শাসিত আমাদের স্বতন্ত্র পুলিশ সংস্থা গঠিত হোক। যাতে পুলিশী পলিসি হিসাবে জনগণকে সেবা দিয়ে যেতে পারি। আসলে এই দিনটা আমার জন্যও লজ্জা লাগে, কারণ আমি এক সময় দাঁড়িয়েছি জনগণের বিরুদ্ধে। আজকে আমি দাঁিড়য়ে একথা বলছি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইমউদ্দিনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, আড়াইহাজার থানা বিএপির সভাপতি ইউছূফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা হেফজাত ইসলামীর সাধারণ সম্পাদক মাও.

আইয়ুব ও আড়াইহাজার পৌরসভা জামায়াত ইসলামীর দক্ষিণের আমীর মাও. হাদিউল ইসলামসহ আরো অনেকে। এসময় ‘জুলাই-২৪ গণঅভ্যুত্থানে আহত ১৬ জনকে আর্থিক অনুদান ও ৪ জন নিহতের পরিবারের কাছে অর্থ অনুদান প্রদান করা হয়। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম দ র উপজ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ 

“ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হউক সবার” এই স্লোগানে নিরাপদ সড়ক চাই (নিসচা) নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

জেলা কমিটির উপদেষ্টা লায়ন মোজাম্মেল হক ভূঁইয়ার অনুপ্রেরণায় শুক্রবার সকালে রূপগঞ্জের গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে জেলা কমিটির সহ-সভাপতি মোমেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজ সেবক মিলন মিয়া, নিসচা'র জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ। এসময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য ওসমান গনি, রমজান মৃধা, শাহজালাল, হারুন অর-রশীদ, নাজমুল হক রনি, রিফাত প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, ডাল, তেল, সেমাই, আলু, পেঁয়াজ, দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

এসময় বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) জনস্বার্থে একটি জাতীয় সংগঠন। এ সংগঠনের পক্ষ থেকে সারাবছরই সড়ক নিরাপদ রাখতে চালক-যাত্রী ও পথচারীদের গণসচেতনতা বাড়াতে লিফট বিতরণ, সভা-সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

তারই অংশ হিসেবে এবারের ঈদকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে দুস্থ ও অসহায় চালকদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। যেহেতু এটা সামাজিক ও অলাভজনক সংগঠন তাই নিজেদের অর্থায়নে এসব কর্মকান্ড পরিচালিত হয়।

সবার সহযোগিতায় আগামীতে আরও বৃহৎ পরিসরে এসব কর্মকান্ড পরিচালিত করার আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনায় মধ্যরাতে সন্ত্রাসী-যৌথ বাহিনীর বন্দুক যুদ্ধ, গ্রেপ্তার ১১
  • নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে নির্যাতনের অভিযোগ
  • এখনো ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে: আমীর খসরু
  • ইমাম-মুয়াজ্জিনদের ‘ঈদ উপহার’ দিলো সেফ দ্যা নিউ জেনারেশন অব বাংলাদেশ 
  • দুইশ’ পরিবারকে ঈদ উপহার তুলে দিল জাবালে নূর ওয়েলফেয়ার
  • এ দেশের মানুষ শাসনের বদলে শোষণ চায় না : মামুন মাহমুদ
  • সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ঈদ উপহার বিতরণ
  • ফতুল্লা মডেল থানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে নিসচা’র উদ্যোগে দুস্থ ও অসহায় চালকদের ঈদ উপহার বিতরণ 
  • ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ট্রাম্পের শুভেচ্ছা