জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদ হওয়া নারায়ণগঞ্জ জেলার ২২টি শহীদ পরিবারের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ  বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি।

ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। বৃস্পতিবার(২৭ই মার্চ) সকালে সোনারগাঁ  বালুয়াদিঘির পাড়ে শহীদ জনির পরিবারের মাঝে এই উপহার দিয়ে কার্যক্রম শুরু করে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, "গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"

উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাঁদের খোঁজখবর নেন। 

যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম  বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতেও  শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের  সহ মুখপাত্র সাব্বির আল রাজ, সদস্য ইরফান সাদিক, হোসাইন ভূইয়া,আজিম আল হাসান প্রমুখ।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব র র উপহ র

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় শ্রমজীবী মানুষের মাঝে বাসদের ঈদ সামগ্রী বিতরণ

শ্রমজীবী মানুষদের মাঝে বাসদ ফতুল্লা শাখার পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে  ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বিকাল ৫টায় পঞ্চবটি ধর্মগঞ্জে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি জামাল হোসেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ফতুল্লা আঞ্চলিক শাখার আহ্বায়ক আশেকে রাসুল শাওন।  

নেতৃবৃন্দ বলেন, দ্রব্যমূল্যের চাপে শ্রমজীবী সাধারণ মানুষ পিষ্ট। মানুষ ইতিমধ্যে তার খাদ্য তালিকা থেকে খাবার কমিয়ে দিয়েছে। নিত্য পণ্যের দাম প্রতি নিয়তই বাড়ছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। ছাত্র শ্রমিক বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারী শাসন মুক্ত করেছে।

একটি অন্তবর্তী সরকার দেশ পরিচালনা করছে। তারপরও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ হয়নি। সিন্ডিকেট ভাঙ্গেনি। মানুষের আয়ও বাড়েনি। ফলে শ্রমজীবী মানুষ ঈদকে কেন্দ্র কওে চরম অনিশ্চয়তায় আছে।

এ পরিস্থিতিতে বাসদ ফতুল্লা থানার সীমিত সামর্থের মধ্যে আমরা দরিদ্র শ্রমজীবী-দিনমজুরদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। নেতৃবৃন্দ সমাজের সামর্থবান মানুষকেও দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানায়।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ টাইমস এর পাঠক, শুভানুধ্যায়ীদের ঈদের শুভেচ্ছা
  • তারেক রহমানের ঈদ উপহার পেলেন জুলাই গণ অভ্যুত্থান নিহত শহীদ জয়ের পরিবার
  • নারায়ণগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ স্ত্রী-সন্তানের বিরুদ্ধে
  • ‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় জুলাইকন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • যুক্তরাষ্ট্রের ‌‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পাওয়ায় জুলাই কন্যাদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • সাংবাদিক রবিনের ঈদ শুভেচ্ছা
  • ফতুল্লায় শ্রমজীবী মানুষের মাঝে বাসদের ঈদ সামগ্রী বিতরণ
  • ‘ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে জুলুমবাজের দল পালিয়ে যাবে’
  • নির্বাচনের পরে সংস্কার হবে না: নাহিদ ইসলাম
  • ফ্যাসিস্ট সরকার আর এক বছর থাকলে আমাকে ঝুলিয়ে দিত: বাবর