পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন রিশাদ-নাহিদ-লিটন
Published: 27th, March 2025 GMT
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের তিন ক্রিকেটার লিটন কুমার দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। টাইগার পেসার নাহিদকে দেওয়া হয়েছে আংশিক ছাড়পত্র। গতকল বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানান, লিটন ও রিশাদকে পুরো লিগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন ক্রিকেটারই ২৪ মার্চ ছাড়পত্র হাতে পেয়েছেন। পিএসএলে নাহিদের দল পেশোয়ার জালমি, লিটন খেলবেন করাচি কিংসে আর রিশাদকে নিয়েছে লাহোর কালানার্স।
১১ এপ্রিল থেকে ১৮ মে হবে পিএসএল টি২০ টুর্নামেন্ট। এ সময় ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে থাকলেও লিটন, রিশাদ পিএসএলে খেলবেন। ঢাকা লিগে লিটনের দল গুলশান ক্লাব, রিশাদের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বিসিবির মতো ক্লাব থেকেও ছাড়পত্র নিশ্চিত করেছেন তারা। নাহিদ রানা পেশোয়ার জালমিতে যোগ দেবেন ২৬ এপ্রিল থেকে। কারণ ২০ থেকে ২৪ এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেন তিনি। এটিই হবে টাইগার ফাস্ট বোলারের প্রথম বৈশ্বিক টি২০ লিগ।
রিশাদ গত বছর কানাডার গ্লোবাল টি২০ আর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ডাক পেলেও খেলা হয়নি। সেদিক থেকে পিএসএল দিয়ে বৈশ্বিক লিগে অভিষেক করবেন এ লেগ স্পিনার। লিটন আগে আইপিএল, সিপিএল, লঙ্কান প্রিমিয়ার লিগে খেললেও পিএসএলে প্রথম। টানা ম্যাচ খেলার সুযোগ নিতে চান তিনি। বিসিবি পুরো সময়ের জন্য ছাড়পত্র দেওয়ায় খুশি লিটন।
জাতীয় দলের তিন ক্রিকেটারকে পিএসএলে ছাড়পত্র দেওয়ার কারণ জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ সমকালকে বলেন,‘বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগে আমাদের খেলোয়াড় খুব একটা খেলে না। যে কায়জন সুযোগ পেয়েছে তারাও পুরো সময় খেলতে পারনি, লিগের মাঝপথে ফেরত আনায়। বেশিরভাগ ক্ষেত্রে ছাড়পত্রই দেওয়া হতো না। এর ফলে বোর্ডগুলোর সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমরা সম্পর্ক উন্নয়নে চেষ্টা করছি। তিনটি ছেলে পিএসএলে খেলতে পারলে ভালো হবে। ভবিষ্যতে অন্যরাও সুযোগ পাবে।’
এবার ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে পিএসএল। উদ্বোধনী ম্যাচে দেখা যেতে পারে লেগি রিশাদকে। পরের দিন লিটনের করাচি কিংস খেলবে মুলতান সুলতানর্সের বিপক্ষে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স প এসএল ছ ড়পত র প এসএল
এছাড়াও পড়ুন:
পিএসএলে রিশাদদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ মৌসুমের জন্য লাহোর কালান্দার্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ইংলিশ কোচ ড্যারেন গফ দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় তার স্থলাভিষিক্ত হয়েছেন ডমিঙ্গো। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।
আট বছর ধরে লাহোরের প্রধান কোচ ও ক্রিকেট অপারেশনের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন আকিব জাভেদ। তবে পাকিস্তান জাতীয় নির্বাচক কমিটিতে যোগ দেওয়ায় তাকে সরে দাঁড়াতে হয়। পরবর্তীতে তিনি পাকিস্তান জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও গ্রহণ করেন।
আকিবের বিদায়ের পর গ্লোবাল সুপার লিগের (জিএসএল) আগে গফকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় লাহোর। পিএসএলেও তার দায়িত্ব পালনের কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর কয়েক সপ্তাহ আগে তিনি সরে দাঁড়ান। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়লেও লাহোর ফ্র্যাঞ্চাইজি গফের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, 'গফ সবসময় কালান্দার্স পরিবারের গুরুত্বপূর্ণ অংশ থাকবে এবং আমরা তার জন্য শুভকামনা জানাই।'
গফের বদলে প্রধান কোচের দায়িত্ব নেওয়া রাসেল ডমিঙ্গো নতুন চ্যালেঞ্জের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, 'পিএসএলের ২০২৫ মৌসুমে লাহোর কালান্দার্সের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমি দলটির সঙ্গে কাজ করতে এবং সবার প্রত্যাশা পূরণ করতে মুখিয়ে আছি।'
চার বছরে তৃতীয় শিরোপার লক্ষ্যে ডমিঙ্গোর ওপর আস্থা রেখেছে লাহোর। আগামী ১১ এপ্রিল শুরু হতে যাচ্ছে পিএসএলের এবারের আসর। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর কালান্দার্স। আসন্ন মৌসুমে দলটির হয়ে খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনও।