একেই মনে হয় বলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। আইপিএলে অংশ নেওয়ায়, নিউ জিল্যান্ড একাদশের ৬-৭ জন ক্রিকেটার নেই স্কোয়াডে। নিয়মির অধিনায়ক মিচেল স্যান্টনারও পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই আইপিএলে ব্যস্ত থাকবেন। বাধ্য হয়েই ওয়ানডেতে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল টম ল্যাথামকে। এবার চোটে পড়ে ছিটকে গেলেন সেই বদলি কাপ্তান লাথাম।

ক্রিকেট নিউ জিল্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, ল্যাথামের ডান হাতের হাড়ে চিড় ধরা পড়েছে। তাই, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনুশীলনে ব্যাটিং করার ল্যাথামের হাতে একটি বল এসে তার হাতে লাগে। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। সাথে সাথেই প্লাস্টার করা হয়েছে। কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে লাথামের।

কিউই স্কোয়াডে যুক্ত করা হয়েছেন ব্যাটসম্যান হেনরি নিকোলসকে। অন্যদিকে লাথামের পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করা হয়েছে। এই বোলিং অলরাউন্ডার  পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন।

আরো পড়ুন:

পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা

কিউইরা বহুজাতিক শিরোপা জিতল ২০ বছর পর

অন্যদিকে ব্ল্যাকক্যাপস ওপেনার উইল ইয়াং শেষ ২টি ওয়ানডে খেলতে পারবেন না। এই অভিজ্ঞ ওপেনার তাদের প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রী'র পাশে থাকতে ছুটি চেয়েছেন বোর্ডের কাছে। তাই রিস মেরিউ প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউ জিল্যান্ড দলে। রিস মেরিউ ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে খেলে ২৭.

৩ গড় ও ৮১.২ স্ট্রাইক রেটে ৩২৮ রান করেছেন।

নিউ জিল্যান্ড দলের পরিবর্তিত স্কোয়াড
মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল (সিরিজ ক্যাপ্টেন), হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে (উইকেট কিপার), নিক কেলি, ড্যারেল মিচেল, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং (ম্যাচ ১), রিস মেরিউ।

ঢাকা/নাভিদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত বার্সেলোনার

লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা। শনিবার লেগানেসকে হারিয়ে পয়েন্ট তালিকায় বার্সার সমান হয়ে গেলেও রোববার জিরোনাকে উড়িয়ে শীর্ষস্থান মজবুত করেছে হ্যান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-১ ব্যবধানে জিতেছে বার্সেলোনা। অন্য দুই গোল করেছেন ফেরান তোরেস এবং জিরোনার লাদিস্লাভ ক্রেইচি আত্মঘাতী গোল করলে এক গোল উপহার পায় বার্সা।

অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। যদিও প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না ফ্লিকের দল। জিরোনার গোলরক্ষক পাওলো গাজ্জানিগা একের পর এক শট রুখে দিচ্ছিলেন। যদিও বিরতির ঠিক আগে ভাগ্য বার্সার পক্ষে যায়। ইয়ামালের ফ্রি-কিক থেকে দেওয়া ক্রসে জিরোনার ডিফেন্ডার লাদিস্লাভ ক্রেইচি ভুল করে নিজের জালেই বল পাঠিয়ে দেন। ৪২ মিনিটের এই আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে জিরোনা। ম্যাচের ৫৩ মিনিটে ডেইলি ব্লিন্ডের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন আর্নট ডানজুমা। তবে মাত্র চার মিনিটের ব্যবধানে ফের এগিয়ে যায় বার্সেলোনা। লোপেজের পাস থেকে দুর্দান্ত দক্ষতায় বল নিয়ন্ত্রণে নিয়ে গাজ্জানিগার পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান লেভান্ডোভস্কি। এটি ছিল চলতি লা লিগায় তার ২৪তম গোল।

এরপর ৭৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন লেভান্ডোভস্কি। মাঝমাঠ থেকে ফ্রেংকি ডি ইয়ং দারুণ এক পাস বাড়ান, সুযোগ বুঝে বল জালে পাঠাতে ভুল করেননি অভিজ্ঞ এই স্ট্রাইকার। এটি এবারের লা লিগায় লেভার ২৫তম গোল। তার চেয়ে তিন গোল কম নিয়ে দুইয়ে এমবাপ্পে।

ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস স্কোরলাইন ৪-১ করেন। জেরার্ড মার্টিনের ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। যোগ করা সময়ে ইয়ামাল অসাধারণ এক শট নেন, যা ফিরে আসে ক্রসবারে লেগে।

২৯ ম্যাচে ২১ জয় ও ৩ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৬৬। দুইয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৩। রিয়ালের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

সম্পর্কিত নিবন্ধ