তামিম ইকবাল কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন
Published: 27th, March 2025 GMT
বিকেএসপিতে খেলতে গিয়ে গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হওয়া তামিম ইকবাল এখন ভালো আছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেওয়া হয়েছে তাঁকে। সেখানে দুই-এক দিন পর্যবেক্ষণের পর হয়তো ফিরতে পারবেন নিজ বাড়িতে। আজ এভারকেয়ার হাসপাতালের হৃদ্রোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তামিমের বর্তমান অবস্থা নিয়ে আরিফ মাহমুদ বলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’
তামিম আবার ক্রিকেটে ফিরতে পারবেন কি না, এই প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করার পর বলতে পারব।’
তামিম ইকবালের শারীরিক অবস্থা উন্নতির দিকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রব ন
এছাড়াও পড়ুন:
নড়াইলে আলুর দাম নিয়ে বিতণ্ডা, সবজি দোকানির মারপিটে শ্রমিকনেতার মৃত্যু
ছবি: সংগৃহীত