“তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না। সাইকোলজিক্যালি মানতে পারছে না যে এটা হবে সে কল্পনা করতে পারেনি। তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে। অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে, অজ্ঞান হয়ে পড়ে গেছে” -তামিম ইকবালের বর্তমান অবস্থা নিয়ে এমন তথ্য দিয়েছেন তামিমের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার।

২৪ মার্চ বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর তামিমকে ভর্তি করানো হয় সাভারের কেপিজে হাসপাতালে। সেখানে তাৎক্ষনিক হার্টে রিং পরানো হয়। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পরদিন ২৫ মার্চ তাকে আনা হয় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। দুই দিন পর আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) তামিমের অবস্থা নিয়ে মেডিকেল বোর্ড প্রধান ব্রিফ করেন।

ইতোমধ্যে একজন কাউন্সিলরও নিয়োগ দেওয়া হয়েছে, “মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলর ইনভলব করেছি। এটাকে কীভাবে মানিয়ে নেওয়া যায়। ওর প্রশ্ন শুনবে, জিজ্ঞাসা শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে ওই কাউন্সিলর গাইড করবেন।’’

আরো পড়ুন:

তামিমের শারীরিক অবস্থা স্থিতিশীল, চলছে বিদেশে নেওয়ার প্রস্তুতি

পরিবারের ইচ্ছায় ঢাকায় তামিমকে স্থানান্তর

তামিমকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে। পরিবার বিদেশে নেওয়ার কথা বললেও আপাতত সেটার প্রয়োজন নেই বলে জানিয়েছে চিকিৎসক। তবে এখন তাকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিশেষ করে জীবনযাপনে পরিবর্তন আনতে হবে।

শাহাবুদ্দিন বলেন, “আমাদের যে নির্দেশনা, এমন হার্ট অ্যাটাকের পর এসব রোগীদের খুবই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে। ব্লক না হলেও হতে পারে। তাই ওকে অ্যাসেস করতে হবে। নিয়মিত ফলোআপে থাকতে হবে। লাইফ স্টাইল বদলাতে হবে, মোটিভেশন করতে হবে। ডায়েট, ডিসিপ্লিন ও ড্রাগস.

.. তামিমের টিম ও তামিমের পরিবার এবং তামিমকে নিজেরও আমাদের সঙ্গে কো-অপারেট করতে হবে।’’

ঢাকা/রিয়াদ/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল অবস থ

এছাড়াও পড়ুন:

লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী

ঈদে মুক্তি পাচ্ছে শবনম বুবলী ও সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমার গান প্রকাশের পর সিয়াম, বুবলির রসায়ন মন করেছে নেটিজেনদের। সম্প্রতি বুবলি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরা একটি ছবি পোস্ট করে নেটিজেনদের প্রশ্ন করেন, ‘‘লুঙ্গে পরে জংলি দেখতে গেলে কেমন হয়?’’।  একটি সাক্ষাৎকারে বুবলীকেই উল্টো প্রশ্ন করা হলো, আপনি কেন লুঙ্গি পরেছেন?

ওই ভিডিও সাক্ষাৎকারে বুবলী বলেন, ‘‘লুঙ্গির ব্যাপারটা ছিল অবশ্যই আমাদের আপকামিং সিনেমা জংলির সঙ্গে কানেকটেড। এটা আমাদের প্রোমোশনাল একটা ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় যে, সবকিছুইতো একটা ক্লোদিং। সেখান থেকে আমার কাছে মনে হয়, লুঙ্গির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে।’’ 

বুবলী আরও বলেন, ‘‘ছেলেরা আমাদের অনেক কিছু যেমন— কানের অর্নামেন্ট, গলার অর্নামেন্ট, পাঞ্জাবির সাথে ওড়না; এগুলো নেয় তাহলে আমরাও পরে ট্রাই করতে পারি। জাস্ট মজা করছি। এটা আমাদের প্রোমোশনাল।

আরো পড়ুন:

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

বুবলীকে খোঁচা দিলেন অপু?

এমন প্রোমশনকে অনেকেই খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।  রহমান মতি নামের একজন বুবলির পোস্টের নিচে মন্তব্যের ঘরে লেখেন, ‘‘জংলি টিম এবার স্মার্টলি প্রোমোশন করে যাচ্ছে। এখন পর্যন্ত সেরা প্রমোশন।’’

আরিনা রহমান নামের একজন লেখেন, ‘‘লুঙ্গি পরে জংলি সিনেমা দেখতে গেলে আরো অনেক অনেক সুন্দর হবে আকর্ষণীয় হবে পুরাই জংলি জংলি ভাব লাগবে।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • ভারী যন্ত্রের অভাবে মিয়ানমারে খালি হাতে উদ্ধার অভিযান
  • যেভাবে চাঁদ দেখা হয়, ঘোষণা করা হয় ঈদের তারিখ
  • গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত
  • একজন আরেকজনের প্রতিপক্ষ হলে ক্ষতি সবার : সারজিস
  • গাইবান্ধায় ট্রাক্টর-পিকআপ সংঘর্ষে নিহত ১
  • শ্রীনগরে অটোরিকশা ‘ছিনতাই চক্রের’ তিন সদস্যকে স্থানীয়দের পিটুনি, একজনের মৃত্যু
  • মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই, ‘গণপিটুনিতে’ নিহত ১
  • ড. ইউনূসকে এক মেয়াদে প্রধানমন্ত্রী দেখতে চাই: সারজিস
  • বিএমডিএর আরো ২ প্রকৌশলী সাময়িক বরখাস্ত, ব্যাখ্যা তলব
  • লুঙ্গি পরার কারণ ব্যাখ্যা করলেন বুবলী