ভারত থেকে আরও এল সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল
Published: 27th, March 2025 GMT
চুক্তি সম্পাদনের আড়াই মাস পর ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল বাংলাদেশে এসেছে। এমভি ইয়াং শেং ১৫১ নামের জাহাজটি এই চাল নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
আজ বৃহস্পতিবার সকালে জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে বলে খাদ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ৯টি ধাপে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে পঞ্চম ধাপে সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল এসেছে। এ নিয়ে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন বাংলাদেশে এসে পৌঁছেছে।
ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র ম ট র ক টন
এছাড়াও পড়ুন:
দেশবাসীকে তথ্য উপদেষ্টার ঈদের শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
রবিবার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় উপদেষ্টা বলেন, ‘‘ঈদুল ফিতর আনন্দ, সহমর্মিতা, সংযম, সৌহার্দ ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।’’
জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণ করে তিনি বলেন, ‘‘ফ্যাসিবাদের পতন হওয়ায় মানুষের ঈদ আনন্দের সঙ্গে এবারে এক ধরনের স্বস্তি যোগ হয়েছে।’’
উপদেষ্টা আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। তিনি মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেন।
ঢাকা/এএএম/রাজীব