ভারত থেকে আরও এল সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল
Published: 27th, March 2025 GMT
চুক্তি সম্পাদনের আড়াই মাস পর ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল বাংলাদেশে এসেছে। এমভি ইয়াং শেং ১৫১ নামের জাহাজটি এই চাল নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
আজ বৃহস্পতিবার সকালে জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে বলে খাদ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ৯টি ধাপে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে পঞ্চম ধাপে সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল এসেছে। এ নিয়ে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন বাংলাদেশে এসে পৌঁছেছে।
ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ জ র ম ট র ক টন
এছাড়াও পড়ুন:
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, “আজ বিকেলে একটি মোটরসাইকেলে শহিদ চৌহাট্টা থেকে নয়াসড়কের দিকে যাচ্ছিল। চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই শহিদ মারা যান।”
আরো পড়ুন:
বাগেরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত
গাজীপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু
তিনি আরো বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পলাতক। মারা যাওয়া যুবকের মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/নূর/মাসুদ