ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘শিগগিরই মারা যাবেন।’ আর এই ঘটনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে।
পুতিনের স্বাস্থ্য নিয়ে ক্রমাগত গুজবের মধ্যে ২৬শে মার্চ প্যারিসে ইউরোপীয় সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এই মন্তব্য করেন।
কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামো আক্রমণ এবং শত্রুতা রোধে রাশিয়া ও ইউক্রেন মার্কিন-মধ্যস্থতায় আংশিক যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হওয়ার একদিন পর জেলেনস্কির এই মন্তব্য এলো।
প্যারিস সফরের সময় জেলেনস্কি বলেছিলেন, “এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমেরিকা পুতিনকে এখনই এই বৈশ্বিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসতে সাহায্য যেন না করে। আমি বিশ্বাস করি এটা বিপজ্জনক। এটা সবচেয়ে বিপজ্জনক মুহূর্তগুলোর মধ্যে একটি।”
জেলেনস্কি বলেন, পুতিন ‘তার মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতায় থাকার আশা করেন’, এবং তার উচ্চাকাঙ্ক্ষা কেবল ইউক্রেনের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ‘পশ্চিমাদের সাথে সরাসরি সংঘর্ষের’ দিকে নিয়ে যেতে পারে।
জেলেনস্কি পুতিনের উপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ান নেতা ইউরোপীয়-আমেরিকান জোটকে ভয় পান এবং এটিকে বিভক্ত করতে চান।
পুতিন মৃত্যুকেও ভয় পান উল্লেখ করে জেলেনস্কি বলেন, “তিনি শিগগিরই মারা যাবেন, এটাই বাস্তবতা, এবং সবকিছু শেষ হয়ে যাবে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নড়াইলে আলুর দাম নিয়ে বিতণ্ডা, সবজি দোকানির মারপিটে শ্রমিকনেতার মৃত্যু
ছবি: সংগৃহীত