আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষিত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বললেন, দলীয় সিদ্ধান্ত পেলেই এই পদে শপথ নেবেন।

২০২০ সালে ডিএসসিসির মেয়র নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করা ইশরাক হোসেন বলেন, “মেয়র হিসেবে শপথ গ্রহণ করব কি না, সেটা সম্পূর্ণ দলীয় বিষয়।”

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো.

নুরুল ইসলাম ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দেওয়ার পর আদালত প্রাঙ্গণে প্রথম প্রতিক্রিয়ায় তিনি এমন মন্তব্য করেছেন।

আরো পড়ুন:

সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

একই সঙ্গে নৌকা প্রতীকের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের নির্বাচিত হওয়ারকে অবৈধ ঘোষণা করেন আদালত। তাপসকে নির্বাচিত মেয়র হিসেবে সরকার যে গেজেট প্রকাশ করেছিল, সেটিও বাতলি বলে সিদ্ধান্ত দিয়েছেন আদালত।

অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে ডিএসসিসির নির্বাচন ও ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেছিলেন ফজলে নূর তাপসের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক।

২০২০ সালের বছর ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। 

ইশরাক হোসেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। বাবার পথ ধরে তিনিও বিএনপির রাজনীতি করেন।

বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। তার পক্ষে রায় আসার পর তিনি ও তার সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

আদালত প্রাঙ্গণে ইশরাক বলেন, “২০২০ সালের ১ ফেব্রুয়ারির মেয়র নির্বাচনে ডাকাতি হয়েছিল, যা সারা দেশ, দেশের মানুষ দেখেছে। সারা দিন আমার সঙ্গে মিডিয়ার ভাইয়েরা ছিলেন, তারা দেখেছেন। নির্বাচনি প্রচারের প্রথম দিন থেকেই অনিয়ম হচ্ছিল, যা নিয়ে আমরা অভিযোগ দিয়ে আসছিলাম। তখন আমাদের নির্বাচনি প্রচারণাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে।”

নির্বাচনে প্রচার মাইক ভেঙে ফেলা, পোস্টার ছিড়ে ফেলা এবং হামলাসহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরে ইশরাক হোসেন বলেন, “ভোটের দিন সকাল সাড়ে ৯টা-১০টা পর্যন্ত কোনো কোনো কেন্দ্র খোলা ছিল, কোথাও ছিল না। তারপর থেকে সব কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।”

আদালত প্রাঙ্গণে রায়ে জেতার প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন ভোটের দিনের জালজালিয়াতির তথ্য তুলে ধরে বলেন, “ব্যাপক কারচুপির মাধ্যমে ভোট জালিয়াতি করে জনরায় কেড়ে নেওয়া হয়। আমার চেয়ে বেশি ভোট দেখাতে তারা দিনব্যাপী কারচুপি করে। আমরা তখন এসব অভিযোগের নথিপত্র ও তথ্য-প্রমাণ দিয়ে মামলা করেছিলাম।”

তিনি বলেন, “ফ্যাসিবাদী হাসিনার পতনের পর ন্যায় বিচারের যে ধারা চালু হয়েছে, সেটি অব্যাহত থাকুক; এটি আমরা চাই।” 

আওয়ামী লীগের ১৫ বছরে হওয়া সব নির্বাচন বাতিল করা উচিত কিনা, এমন প্রশ্নে ইশরাক বলেন, “নির্বাচনি ট্রাইব্যুনালে আমরা মামলা করেছিলাম কিন্তু সেখানে অনেক সমস্যা করে রেখেছিল। খুনি হাসিনার খুনি ভাইপো তাপস আদালতে হস্তক্ষেপ করে আমাদের মামলার কার্যক্রম বন্ধ করে রেখেছিল।”

তিনি বলেন, “৫ আগস্টের পর সমস্ত আইনি প্রক্রিয়া অনুসরণ করে তথ্য, সাক্ষী, প্রমাণাদি হাজির করেছি। মামলা লড়ে আমরা জিতে এসেছি। অন্যান্য নির্বাচনের বিষয় সেটা আমার দেখার, মন্তব্য করার বিষয় নয়।”

তার নির্বাচনের সময় আউয়াল কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ফ্যাসিবাদী আমলে সাংবিধানিক পদে যারা ছিলেন, তারা তাদের দায়িত্ব এড়াতে পারেন না।”

২০২০ সালের ১৬ মে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ ফজলে নূর তাপস। 

২০২০ সালে করোনার অভিঘাত প্রকট হওয়ার আগে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন হয় ফেব্রুয়ারির শুরুতে। ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যে ভোটের ফলে জয়ী ঘোষণা করা হয় তাপসকে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে-পরে দলটির শীর্ষ নেতারা দেশ ত্যাগ করেন। তার মধ্যে প্রথম ধাক্কায় দেশ ছেড়ে আর ফেরেননি তাপস।

২০২৪ সালের ৩ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছেড়ে যান মেয়র তাপস। 

বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে নূর তাপস। আত্মীয়তার বন্ধনে শেখ হাসিনার ভাইপো তাপস। শেখ পরিবারের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম। 

পেশায় আইনজীবী তাপস ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিনবারের সংসদ সদস্য ছিলেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে তাকে মনোনয়ন দেওয়ার পর তিনি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি দক্ষিণ সিটি নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করে আউয়াল কমিশন। ওই বছরের ১৬ মে মেয়র হিসেবে শপথ নেন তিনি। 

৫ আগস্ট সরকার পতনের পর ১৯ আগস্ট ২০২৪ সালে ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ১২টি সিটি কপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র রেজাউল করিম অপসারিত হওয়ার পর আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শাহাদাত হোসেন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির প্রমাণ পাওয়ায় ২০২৪ সালের ১ অক্টোবর আদালত রেজাউল করিমের ফল বাতিল করে শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেন। 

শাহাদাত হোসেন এখন চট্টগ্রাম সিটির মেয়র। একই পথে ঢাকার দক্ষিণ সিটিতে মেয়র পদে বসার অপেক্ষায় ইশরাক হোসেন।

ঢাকা/মামুন/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ড এসস স ইশর ক হ স ন ২০২০ স ল র শ খ ফজল ড এসস স কর ছ ল সরক র হওয় র প রথম আগস ট

এছাড়াও পড়ুন:

রেডিও বেগম-ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-বাউলার চর-জেনে নিন বিস্তারিত

১.

১৯৭১ সালের পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে ন্যায্য হিস্যা হিসেবে বাংলাদেশের দাবিকৃত অর্থের পরিমাণ-

ক. ৩.৬০ বিলিয়ন মার্কিন ডলার

খ. ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার

গ. ৫ বিলিয়ন মার্কিন ডলার

ঘ. ৫.৪৪ বিলিয়ন মার্কিন ডলার

উত্তর: খ. ৪.৫২ বিলিয়ন মার্কিন ডলার

২.

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে প্রথমবারের মতো ‘.বাংলা’ডোমেইনে ই-মেইল ব্যবহার চালু করেছে কবে?

ক. ১৫ এপ্রিল ২০২৫

খ. ২৬ মার্চ ২০২৫

গ. ৯ এপ্রিল ২০২৫

ঘ. ১৮ মার্চ ২০২৫

উত্তর: ক. ১৫ এপ্রিল ২০২৫

৩.

বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ কোনো প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে?

ক. বাংলা একাডেমি

খ. জাতীয় গ্রন্থাগার

গ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

ঘ. জাতীয় আর্কাইভস

উত্তর: গ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি

৪. ‘লাস্ট সানডেস ইন প্লেনস: আ সেন্টিনিয়াল সেলিব্রেশন’ অডিও রেকর্ডিংয়ের জন্য সাবেক কোন মার্কিন প্রেসিডেন্ট গ্র্যামি অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন?

ক. বিল ক্লিনটন

খ. জর্জ বুশ

গ. বারাক ওবামা

ঘ. জিমি কার্টার

উত্তর: ঘ. জিমি কার্টার

৫.

মিয়ানমারের আরাকান অঞ্চলের রাখাইন রাজ্যের রাজধানী ‘সিত্তে’র পূর্বনাম-

ক. আকিয়াব

খ. মংডু

গ. মাইঙ্গান

ঘ. শান

উত্তর: ক. আকিয়াব

৬.

১৯৮২ সালে মিয়ানমার সরকার প্রণীত নাগরিকত্ব আইনে কতটি নৃতাত্ত্বিক গোষ্ঠী নাগরিকত্ব লাভ করে-

ক. ১১০টি

খ. ১২২টি

গ. ১৩৫টি

ঘ. ১৫০টি

উত্তর: গ. ১৩৫টি

আরও পড়ুনবিটিসিএলে নবম–দশম গ্রেডে নিয়োগ, ১৩১ পদের পুনরায় বিজ্ঞপ্তি১০ এপ্রিল ২০২৫

৭.

ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম রাষ্ট্র-

ক. মিসর

খ. তুরস্ক

গ. লেবানন

ঘ. ইন্দোনেশিয়া

উত্তর: খ. তুরস্ক

৮.

কত সালে বাংলাদেশের নতুন ই-পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল?

ক. ২০২২ সালে

খ. ২০২১ সালে

গ. ২০২০ সালে

ঘ. ২০১৯ সালে

উত্তর: গ. ২০২০ সালে

৯.

দেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র উদ্বোধন করা হয়েছে-

ক. রাজশাহীতে

খ. সিরাজগঞ্জে

গ. চাঁদপুরে

ঘ. বরগুনায়

উত্তর: ক. রাজশাহীতে

১০.

বিশ্বের সর্বোচ্চ মুক্ত-স্থায়ী (কোন পর্বতমালার অংশ নয়) পর্বত কোনটি?

ক. মাউন্ট ফুজি

খ. মাউন্ট কিয়া

গ. মাউন্ট এভারেস্ট

ঘ. মাউন্ট কিলিমাঞ্জারো

উত্তর : ঘ. মাউন্ট কিলিমাঞ্জারো

১১.

সর্বশেষ কত সালে অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল?

ক. ২০০২ সালে

খ. ১৯৭৮ সালে

গ. ১৯৬২ সালে

ঘ. ১৯০০ সালে

উত্তর: ঘ. ১৯০০ সালে (দীর্ঘ ১২৮ বছর পর ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট)

১২.

সম্প্রতি দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার?

ক. ৮টি

খ. ১০টি

গ. ১১টি

ঘ. ১৪টি

উত্তর: খ. ১০টি

১৩.

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়’ বাংলাদেশের কয়টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছে?

ক. ২৮টি

খ. ৩৫টি

গ. ৩৯টি

ঘ. ৪৩টি

উত্তর: ক. ২৮টি

১৪.

ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রক্রিয়া চালু হয়েছিল কত সালে?

ক. ২০১৩ সালে

খ. ২০১৫ সালে

গ. ২০০৯ সালে

ঘ. ২০২০ সালে

উত্তর: ঘ. ২০২০ সালে

আরও পড়ুনচট্টগ্রাম সিটি করপোরেশনে বড় নিয়োগ, পদ ১২৩০৯ এপ্রিল ২০২৫

১৫.

‘মঙ্গল শোভাযাত্রা’ ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায় কত সালে?

ক. ২০১৪ সালে

খ. ২০১৬ সালে

গ. ২০১৮ সালে

ঘ. ২০০৬ সালে

উত্তর : খ. ২০১৬ সালে

১৬.

২২-২৩ এপ্রিল আর্থনা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-

ক. প্যারিস, ফ্রান্সে

খ. মিলান, ইতালিতে

গ. দোহা, কাতারে

ঘ. জেদ্দা, সৌদি আরবে

উত্তর: গ. দোহা, কাতারে

১৭.

টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস কোন ক্যাটাগরিতে স্থান লাভ করেছেন?

ক. আইকন

খ. পাইওনিয়ার

গ. টাইটান

ঘ. লিডার

উত্তর: ঘ. লিডার

১৮.

‘বাউলার চর’ কোন দ্বীপের পূর্বনাম?

ক. নিঝুম দ্বীপ

খ. শাহপরীর দ্বীপ

গ. সোনাদিয়া

ঘ. সন্দীপ

উত্তর: ক. নিঝুম দ্বীপ

১৯.

পর্যায় সারণির মোট কয়টি মৌল বিরল মৃত্তিকা মৌলের অন্তর্ভুক্ত?

ক. ১৩টি

খ. ১৭টি

গ. ২২টি

ঘ. ২৫টি

উত্তর: খ. ১৭টি

২০.

‘রেডিও বেগম’ কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচারমাধ্যম?

ক. পাকিস্তান

খ. ভারত

গ. আফগানিস্তান

ঘ. ইন্দোনেশিয়া

উত্তর: গ. আফগানিস্তান

সম্পর্কিত নিবন্ধ

  • পড়েন এক কলেজে, অন্য কলেজে ছাত্রদলের সাধারণ সম্পাদক
  • রেডিও বেগম-ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া প্রথম মুসলিম দেশ-মঙ্গল শোভাযাত্রা-বাউলার চর-জেনে নিন বিস্তারিত
  • প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মডেল মেঘনা আলমকে