চট্টগ্রামে ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে দুদকের মামলা
Published: 27th, March 2025 GMT
চট্টগ্রামে গ্রাহকদের পানির বিলের ২৪ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ওয়াসার দুই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন সংস্থার উপ-সহকারী পরিচালক মেরিন আক্তার। আসামিরা হলেন- ডাটা এন্ট্রি অপারেটর আজমির হোসেন অভি ও মিঠুন ঘোষ। অভি ঢাকা জেলার দোহার থানাধীন শাহ হাফিজ মাস্টার বাড়ির আতিয়ার রহমানের ছেলে। মিঠুন ঘোষ চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট খান মোহনা গ্রামের আলমপুর সেনের বাড়ির অরুণ কান্তি ঘোষের ছেলে।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, গ্রাহকের পানির বিল জমা দিলেও দুই আসামি পরস্পর যোগসাজশ করে ব্যাংকে জমা না দিয়ে ২৪ লাল ৬৬ হাজার টাকা আত্মসাত করেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ২২ জানুয়ারি ওয়াসা তাদের আটক করে থানায় সোর্পদ করে। তাদের থানা পুলিশ ৫৪ ধারায় আটক করে আদালতে পাঠায়।
এজাহারে উল্লেখ করা হয়, গ্রাহকদের কাছ থেকে পানির বিলের টাকা আদায় করে ওয়াসার কম্পিউটার সিস্টেমে জমা দেখানো হয়। আদতে সে টাকা ওয়াসার ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন তা দুই আসামি। প্রাথমিক তদন্তে ২৪ লাখ ৬৬ টাকার অনিয়ম শনাক্ত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে চারটি ব্যাংকের জনতা ব্যাংকের কর্নেলহাট শাখার মাধ্যমে ৭৯ হাজার ৭৬৮ টাকা, মিডল্যান্ড ব্যাংক চৌধুরী হাট শাখার মাধ্যমে ২ লাখ ১৫ হাজার ৪৬৪ টাকা, সাউথইস্ট ব্যাংক হালিশহর শাখার মাধ্যমে ৬২ হাজার ৯৮৫ টাকা, ওয়ান ব্যাংক চান্দগাও শাখার মাধ্যমে ২১ লাখ ৭ হাজার ৮৬২ টাকাসহ মোট ২৪ লাখ ৬৬ হাজার ৭৯ টাকা সংগ্রহ করে জিম্মায় নেয় দুই আসামি। কিন্তু ব্যাংকের শাখায় পোস্টিং দেখিয়ে প্রকৃতপক্ষে ব্যাংকে টাকা জমা না দিয়ে আত্মসাত করেন তারা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে সমাজসেবক কামালের ঈদ সামগ্রী বিতরণ
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেনের পক্ষ থেকে সাড়ে ৩শত পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে হাজী মোঃ ফজলুল হক মেম্বারের বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ কামাল হোসেন ।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত দিলেন,সমাজসেবক আবুল বাদশা,সাজিত কামাল ইফতি ,ইসায়াত,সালাম, সজিব প্রমুখ ৷
ঈদ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল, তৈল,সেমাই, চিনি,দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক কামাল হোসেন।
কামাল হোসেন বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।ঈদ উপলক্ষে গরিব-অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।