ডিএইচএস অটোস লিমিটেড, বাংলাদেশে চাঙ্গান অটোমোবাইলস এবং ডিপালের পরিবেশক দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরির জন্য ক্র্যাক প্লাটুন চার্জিং সলিউশন লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে ডিপালের শোরুমে এই চুক্তি স্বাক্ষর হয়।

ডিএইচএস অটোসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান এবং ক্র্যাক প্লাটুনের এমডি তানভীর শাহরিয়ার উৎস উভয় কোম্পানির অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন।

ডিএইচএস অটোস সম্প্রতি একটি জমকালো ইভেন্টে বিলাসবহুল ইভি ব্র্যান্ড ডিপাল লঞ্চ করেছে। এই চুক্তিটি একটি দেশব্যাপী ইভি চার্জিং নেটওয়ার্ক তৈরি করার জন্য ডিএইচএসের প্রতিশ্রুতির প্রথম পদক্ষেপ।

ক্র্যাক প্লাটুনের সহযোগিতায়, ডিএইচএস অটোসের একটি উচ্চ গতির ডিসি চার্জারসহ সারাদেশে ১৭টি ইভি চার্জার রয়েছে। এপ্রিলের মধ্যে আরও দুটি ডিসি চার্জার স্থাপন করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চ ক ত সই

এছাড়াও পড়ুন:

শরীফুল মাছ ধরছেন, তানজিদ শৈশবের স্মৃতি খুঁজছেন—যেভাবে কাটছে ক্রিকেটারদের ঈদের ছুটি

ঈদ মানেই বাড়তি আনন্দ। এ উৎসবে সবাই চান পরিবারের কাছাকাছি থাকতে। অবশ্য কখনো কাজের প্রয়োজনে, কখনো অন্য কোনো কারণে সব সময় এ সুযোগ পাওয়া যায় না। এই ‘অভাগাদের’ মধ্যে আছেন ক্রিকেটাররাও।

আন্তর্জাতিক খেলার ব্যস্ততায় কখনো কখনো বাংলাদেশের ক্রিকেটারদের ঈদ কাটাতে হয় বিদেশেও। এবার অবশ্য এ জায়গায় কিছুটা স্বস্তিতেই আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। রমজান মাসজুড়ে তাঁদের ছিল প্রিমিয়ার লিগ ক্রিকেটের ব্যস্ততা। এখন ঈদুল ফিতরের জন্য ১০ দিনের ছুটি।

এ জন্য প্রায় সবাই গ্রামে ছুটে গেছেন ঈদ করতে। মুঠোফোনে কথা হয় তরুণ পেসার নাহিদ রানার সঙ্গে। ফোনের ওপাড়ে তাঁকে বেশ ব্যস্তই মনে হলো—পরিবারে সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।

ঈদটা কেমন কাটবে? এই প্রশ্নে নাহিদের উত্তর, ‘আগের মতোই। সকালে নামাজ পড়ে এসে পরিবারের সঙ্গে সময় কাটাব আর বিকেলে সময় দেব বন্ধুদের।’

জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান আছেন বগুড়ায়। শৈশবের বেড়ে ওঠার স্মৃতি খুঁজে পেতে ব্যস্ত তিনি। বিভিন্ন ইফতার মাহফিলে যোগ দিয়েছেন, আড্ডা দিচ্ছেন বন্ধুদের সঙ্গে।

তানজিদের সঙ্গেই ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জেতা আরেক পেসার শরীফুল ইসলাম আছেন পঞ্চগড়ে। নানাবাড়িতে গিয়ে মাছ ধরার একটি ভিডিও দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নারী দলের ক্রিকেটারদের অবশ্য সেই ভাগ্য হচ্ছে না। আগামী ১০ এপ্রিল বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এর প্রস্তুতি ২২ মার্চ শুরু হয়েছে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

৩ এপ্রিল সকালেই মেয়েদের উড়াল দিতে হবে লাহোরের উদ্দেশে। ঈদে তাই পরিবার ছেড়ে ঢাকায়ই থাকতে হচ্ছে নারী ক্রিকেটারদের।

মিরপুরে আজ অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল

সম্পর্কিত নিবন্ধ