গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘‘মহাসড়কে কোনো অবস্থাতেই ব্যাটারিচালিত অটোরিকশাকে উঠতে দেওয়া হবে না। অটোরিকশাগুলো মহাসড়ক থেকে ১০০ মিটার দূরে যাত্রী উঠানামা করবে। যারা অটোরিকশা ব্যবহার করবেন তাদেরও সচেতন থাকতে হবে। তাহলেই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।’’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘মহাসড়কে অটোরিকশা উঠলে ব্যবস্থা নেওয়া হবে।’’

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

জিএমপি কমিশনার বলেন, ‘‘ঈদে যানজট নিরসনে মহাসড়ক দখলমুক্ত রাখা, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তায় জিএমপি পুলিশ সদস্যরা কাজ করছেন। পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলের সদস্যরা (ভলান্টিয়ার) সহায়তা করছেন। পাশাপাশি সিটি কর্পোরেশন থেকেও সহায়তা করা হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘ঈদের সময় মহাসড়কে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে না। তবে, জরুরি প্রয়োজনে শুধুমাত্র সবজিবাহী ট্রাক চলাচল করতে পারবে।’’

এ সময় চালকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘‘সড়কের যেখানে-সেখানে গাড়ি পার্কিং করবেন না। আমাদের সহযোগিতা করুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব; যাতে ঘরমুখো মানুষ সহজে বাড়ি যেতে পারে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে সমাজসেবক কামালের ঈদ সামগ্রী বিতরণ 

ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেনের পক্ষ থেকে সাড়ে ৩শত  পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।  

 

রবিবার (৩০ মার্চ) দুপুরে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে হাজী মোঃ ফজলুল হক মেম্বারের বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ কামাল হোসেন ।

 

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত দিলেন,সমাজসেবক আবুল বাদশা,সাজিত কামাল ইফতি ,ইসায়াত,সালাম, সজিব প্রমুখ ৷

 

ঈদ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল, তৈল,সেমাই, চিনি,দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।

 

মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক কামাল হোসেন।

 

কামাল হোসেন বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।ঈদ উপলক্ষে গরিব-অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।

 

সম্পর্কিত নিবন্ধ