পরিচয়নহীন শিশুটিকে পাঠানো হলো ঢাকায়, দত্তক নেয়নি কেউ
Published: 27th, March 2025 GMT
বরিশাল নগরের কীর্তণখোলার তীরে স্বজনদের ফেলে যাওয়া নবজাতককে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে। বৃহস্পতিবার বেলা ১টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয় শিশুটিকে। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউর মুনীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় শিশুটিকে কেউ দত্তক নিতে রাজি হচ্ছে না।
অজ্ঞাত পরিচয়ের শিশুটিকে শনিবার উদ্ধারের পর বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ প্রচেষ্টায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে। তত্ত্বাবধানের জন্য রাকিবুল হাসান ও অ্যাপোলি মৈত্রী নামের দুজন সমাজকর্মী শিশুটির সঙ্গে গেছেন।
এদিকে কীর্তণখোলার তীরে অজ্ঞাত পরিচয়ের শিশু উদ্ধারের খবর সমকালে প্রকাশের পর অনেকে শিশুটিকে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছিলেন। এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক সমকালকে বলেন, দত্তক নিতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অনেকে যোগাযোগ করেছিল। কিন্ত শিশুটির শারীরিক অবস্থা জানার পর তারা আর আগ্রহ দেখাননি।
শারীরিক অবস্থা সম্পর্কে পরিচালক বলেন, শিশুটির পিঠে মেরদণ্ডের টিস্যু থেকে টিউমারের উৎপত্তি হয়েছে। এটি পুরোপুরি ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। চিকিৎসার ওপর ভরসা রেখে শিশুটিকে যতদিন কিছুটা সুস্থ রাখা যায়।
প্রসঙ্গত, শনিবার রাত ১২টার দিকে নগরীর সংলগ্ন কীর্তণখোলার তীরে ত্রিশ গোডাউন এলাকায় পরিত্যক্ত বাথরুমে নবজাতকটিকে উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা ফুচকা বিক্রেতা পারভীন বেগম শিশুটিকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে, শারীরিক অবস্থার কারণে স্বজনরা শিশুটিকে ফেলে রেখে যান।
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের দায়িত্বরত সমাজসেবা কর্মকর্তা দিলরুবা রিচি বলেন, চিকিৎসায় শিশুটি সুস্থ হলে সমাজসেবার বেবী হোমে হস্তান্তর করা হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। তাতে প্রধান উপদেষ্টা বলেন, ‘সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সাথে আনন্দের সাথে ঈদ উদ্যাপন করবেন।’
অধ্যাপক ইউনূস দেশের জনগণকে তাঁদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করা, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়া এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন—এটাই আমার ইচ্ছা।’
আরও পড়ুনবায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের ৫টি জামাত হবে৩ ঘণ্টা আগেঈদের নামাজের সময় যেকোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির উসকানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি প্রার্থনা করেন, ‘সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন।’
আরও পড়ুনকী ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে জাতীয় ঈদগাহ ময়দানে১ ঘণ্টা আগে