হামজার সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বসিত লিটন
Published: 27th, March 2025 GMT
বাংলাদেশ ফুটবলে নতুন উন্মাদনার নাম হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছে তার। শিলংয়ে গোলশূন্য ড্র হওয়া সেই ম্যাচে তিনি দিয়েছেন সেরা পারফরম্যান্সের ছাপ।
আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ছেন এই প্রবাসী ফুটবলার। যোগ দেবেন ইএফএল চ্যাম্পিয়নশিপে তার দল শেফিল্ড ইউনাইটেডে। তবে দেশ ছাড়ার আগেই তাকে ঘিরে উন্মাদনা থামেনি। এবার সেই উচ্ছ্বাসে শামিল হলেন বাংলাদেশের ক্রিকেট তারকা লিটন দাস।
দুই ভিন্ন অঙ্গনের তারকার দেখা হওয়ায় মুহূর্তটি স্মরণীয় করে রাখতে ভুল করেননি লিটন। হামজার সঙ্গে ছবি তুলে নিজের ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা দারুণ এক অভিজ্ঞতা। তিনি ভীষণ বিনয়ী ও অসাধারণ একজন মানুষ। বাংলাদেশ ফুটবলের সঙ্গে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।’
আন্তর্জাতিক বিরতি শেষে ২৯ মার্চ মাঠে ফিরবে ইংলিশ ফুটবল। ইংল্যান্ডে ফিরে কভেন্ট্রির বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবেন হামজা। অন্যদিকে, লিটন যাচ্ছেন ঈদের ছুটিতে। ৬ এপ্রিল থেকে শুরু হবে ডিপিএলের বাকি রাউন্ডের খেলা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঈদের আগে উড়াল দিলেন ফারিণ
ঈদের আগে যুক্তরাজ্যে উড়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরজ্যের বার্মিংহামে বসবাস করেন। স্বামীর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়ে দূরদেশে উড়ে গেলেন এই অভিনেত্রী। তবে যাওয়ার আগে স্বামীর জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছেন।
তাসনিয়া ফারিণ বলেন, “এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে, মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর।”
স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ
আরো পড়ুন:
হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?
আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা
নিজে কিছু কেনেননি তাসনিয়া ফারিণ। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনেছি। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি। আমি নিজের জন্য কোনো কেনাকাটা করি না। আম্মু আমাকে গিফট করেছেন, শ্বশুরবাড়ি থেকেও শাড়ি–কাপড় উপহার পেয়েছি, ওইগুলো নিয়ে এসেছি।”
যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে মাসখানেক থাকবেন তাসনিয়া ফারিণ। এরপর বাংলাদেশে ফিরবেন। তারপর চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত