পদ্মা সেতু হয়ে নির্বিঘ্ন ঈদযাত্রা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের
Published: 27th, March 2025 GMT
ঈদের ছুটি শুরু হওয়ার একদিন আগেই কর্মব্যস্ত নগরী রাজধানী ছেড়ে গ্রামে ফেরা মানুষের ভিড় বেড়েছে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায়। তবে সেতুতে কোনো জটলা নেই, নেই বাড়তি সময়ক্ষেপন। স্বাভাবিক সময়ের মতোই জ্যাম ছাড়া নির্বিঘ্নে সেতু এলাকা পার হয়ে যাচ্ছে গাড়ি।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা চাপ বৃদ্ধি পেলেও কোন ভোগান্তি ছিল না। এখন পর্যন্ত সড়কপথে যানজট কিংবা ভোগান্তি না থাকায় স্বস্তির হাসি ফুটেছে মানুষের মুখে।
মাদারীপুরের শিবচর এলাকার মোটরসাইকেল যাত্রী সাইফুল বলেন, “আমি প্রায়দিনেই ব্যক্তিগত কাজে ঢাকা যাতায়াত করি। এ বছর ঈদকে সামনে রেখে মহাসড়ক ও পদ্মা সেতু টোল প্লাজায় এখনো কোন যানজট দেখিনি।”
বাসযাত্রী কাইয়ুম বলেন, “আমার বাড়ি নড়াইল জেলায়। ঈদ করতে বাড়ি ফিরছি। সকাল বেলা হাইওয়ে হয়ে অন্যান্য সময়ের মতোই চলে আসছি। মনেই হয়নি ঈদে বাড়ি ফিরছি।”
এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় ৭টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। তবে মোটরসাইকেলের জন্য বরাবরের মতোই এবারও রয়েছে আলাদাভাবে টোল নেওয়ার ব্যবস্থা।
সেতু কর্তৃপক্ষ বলছে, আগামীকাল শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে ঈদের ছুটি শুরু হলে যানবাহনের চাপ বৃদ্ধি পাবে সেতুতে। অন্যদিকে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রতিরোধে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পদ্মা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানিয়েছেন, সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় টোল আদায় বেড়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা। এসময় মাওয়া প্রান্ত হয়ে পদ্মা সেতু পারি দিয়েছে ১৪ হাজার ৯৯২টি যানবাহন। এছাড়া উভয় প্রান্তে চলাচল করেছে ২৬ হাজার যানবাহন।
মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, এবার ঈদ যাত্রায় পদ্মাসেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।
ঘরমুখো মানুষের যাত্রা পথ নিরবিচ্ছিন্ন করতে জেলাজুড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। যানবাহন বিকল হয়ে পড়লে রেকার প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল টিমের ব্যবস্থা করা হয়েছে। মহা-সড়কের স্বাভাবিক পরিস্থিতিতে সন্তুষ্ট যাত্রীরা।
পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতুর উভয় প্রান্তে ২৬,৪২৮টি গাড়ি যাতায়াত করায় তিন কোটি ২৩ লাখ ৮৭ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়েছে।
ঢাকা/রতন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সিরিয়ায় নতুন মন্ত্রিসভা গঠন, মন্ত্রী হয়েছেন বাশারের সম্প্রদায় থেকেও
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছেন। গতকাল শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন তিনি। এতে ২৩ জনকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন হয়। জানুয়ারি মাসে সংবিধান স্থগিত করে আহমেদ আল-শারাকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এর পর থেকে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চাপ দিয়ে আসছিল পশ্চিমা ও আরব দেশগুলো।
গত মাসে সিরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় কয়েকটি শহরে শিয়াপন্থী আলাউইত সম্প্রদায়ের কয়েক শ মানুষকে হত্যা করা হয়। ওই ঘটনার পর সরকার গঠনের চাপ আরও বেড়ে যায়।
আরও পড়ুনসিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে০৯ মার্চ ২০২৫নতুন সরকারের পরিবহনমন্ত্রী করা হয়েছে আলাউইত সম্প্রদায়ের ইয়ারুব বাদরকে। অপরদিকে কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দ্রুজ সম্প্রদায়ের আমজাদ বদরকে নিয়োগ দেওয়া হয়েছে। খ্রিষ্টধর্মাবলম্বী নারী ও বাশার আল-আসাদ সরকারের বিরোধী নারীনেত্রী হিন্দ কাবাওয়াতকে সমাজকল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মোহাম্মেদ ইয়সর বারনিহকে অর্থমন্ত্রী করা হয়েছে। মুরহাফ আবু কাসরা ও আসাদ আল-শিবানিকে যথাক্রমে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবার নিয়োগ দেওয়া হয়েছে। বাশার আল-আসাদের পতনের পরপর গঠিত তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন তাঁরা।
আরও পড়ুনবিদ্রোহী নেতা আল-শারা সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, স্থগিত করা হলো সংবিধান ৩০ জানুয়ারি ২০২৫সিরিয়ায় প্রথমবারের মতো ক্রীড়া ও জরুরি পরিষেবা মন্ত্রণালয় গঠন করা হয়েছে। যার দায়িত্ব পেয়েছেন রায়েদ আল-সালেহ। আসাদ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জানুয়ারি থেকে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন সাবেক বিদ্রোহী নেতা আল-শারা। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি দেন, যা সিরিয়ার বিধ্বস্ত জনপ্রশাসন পুনর্গঠনের পাশাপাশি নির্বাচনের আগপর্যন্ত আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। অন্তর্বর্তী সরকারে কাউকে প্রধানমন্ত্রী করা হয়নি। আল-শারা নির্বাহী দায়িত্ব পালন করবেন।