নড়াইলে ৩ শহীদ পরিবারে তারেক রহমানের ঈদ উপহার
Published: 27th, March 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নড়াইলে শহীদ তিন পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঈদ উপহার সামগ্রী ও অর্থ সহায়তাসহ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বৃহস্পতিবার (২৭মার্চ) দুপুরে শহীদ জিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
জেলা বিএনপির কার্যালয়ে শহীদ সালাউদ্দিন সুমন, শহীদ সাঈদ মিথুন মোরশেদ ও শহীদ রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করা হয়। উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু আহমেদ।
উপহার সামগ্রী নিয়ে নড়াইলে আসেন জিয়া ফাউন্ডেশনের ডা.
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।
ঢাকা/শরিফুল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ব র রহম ন
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে সমাজসেবক কামালের ঈদ সামগ্রী বিতরণ
ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কামাল হোসেনের পক্ষ থেকে সাড়ে ৩শত পরিবারের মাঝে খাদ্য ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ) দুপুরে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে হাজী মোঃ ফজলুল হক মেম্বারের বাড়ীতে এ উপহার সামগ্রী বিতরণ করেন মোঃ কামাল হোসেন ।
বিতরণী অনুষ্ঠানে উপস্থিত দিলেন,সমাজসেবক আবুল বাদশা,সাজিত কামাল ইফতি ,ইসায়াত,সালাম, সজিব প্রমুখ ৷
ঈদ সামগ্রীর মধ্যে ছিল,চাল,ডাল, তৈল,সেমাই, চিনি,দুধ সহ অন্যান্য খাদ্য সামগ্রী।
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক কামাল হোসেন।
কামাল হোসেন বলেন,ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।ঈদ উপলক্ষে গরিব-অসহায়দের সহযোগিতা করার জন্য পবিত্র কোরআন ও হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে। মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে ঈদের আনন্দ পূর্ণতা পায়।