ইসলামী ব্যাংকের সুপারভাইজরি কমিটির সভা
Published: 27th, March 2025 GMT
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরীআহ সুপারভাইজরি কমিটির এক সভা ২০ মার্চ ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন।
সভায় শরী’আহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/সাজ্জাদ/এসবি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদের আগে উড়াল দিলেন ফারিণ
ঈদের আগে যুক্তরাজ্যে উড়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরজ্যের বার্মিংহামে বসবাস করেন। স্বামীর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়ে দূরদেশে উড়ে গেলেন এই অভিনেত্রী। তবে যাওয়ার আগে স্বামীর জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছেন।
তাসনিয়া ফারিণ বলেন, “এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে, মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর।”
স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ
আরো পড়ুন:
হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?
আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা
নিজে কিছু কেনেননি তাসনিয়া ফারিণ। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনেছি। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি। আমি নিজের জন্য কোনো কেনাকাটা করি না। আম্মু আমাকে গিফট করেছেন, শ্বশুরবাড়ি থেকেও শাড়ি–কাপড় উপহার পেয়েছি, ওইগুলো নিয়ে এসেছি।”
যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে মাসখানেক থাকবেন তাসনিয়া ফারিণ। এরপর বাংলাদেশে ফিরবেন। তারপর চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত