জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এ জামাত সবার জন্য উন্মুক্ত। জামাতে আগ্রহী মুসল্লিদের অংশ নেওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা

‘সিকান্দার’ মুক্তি পেয়েছে রোববার। ঈদে আবার সালমান খানের ধামাকা এন্ট্রি হলো বলে প্রশংসায় ভাসতে শুরু করেছে ‘সিকান্দার মুক্তির প্রথম দিনই প্রশংসায় ভাসলেও সিকান্দার কিন্তু লড়াইয়ের মুখেই থাকছে। লড়াইটা মোহনলালের ‘এল২ এমপুরান’ আর সানি দেওলের ‘জাট’ সিনেমার সঙ্গে।
কয়েক দিন আগে অবশ্য সালমান খান প্রথম আলোকে বলেন, ‘অভিনেতা মোহনলালকে আমি খুব সম্মান করি। এই ছবির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন। আমার বিশ্বাস, এটাও এক ধুন্ধুমার সিনেমা হবে। এরপর সানির (দেওল) “জাট” আসছে। আমি চাই যে সব বহুজাতিক কোম্পানি তাদের কর্মচারীদের বেতন যেন বাড়িয়ে দেয়। কারণ, পরপর তিনটি ছবি আসছে (সজোরে হেসে)।’ সানি দেওলের ‘জাট’ মুক্তি পাবে ১০ এপ্রিল। ‘জাট’-এর সঙ্গে যেখানে সালমান খানের ‘সিকান্দার’-এর লড়াই জমবে বলে মনে করা হচ্ছে, সেখানে সানি দেওল কী বলছেন!

লড়াইকে পাশে সরিয়ে সানি দেওল বরং ‘সিকান্দার’-এর জন্য শুভকামনাই জানিয়েছেন। রোববার সকালে নিজের ইনস্টাগ্রামে ‘সিকান্দার’-এর পোস্টার শেয়ার করেছেন। এরপর সানি সেখানে লিখেছেন, ‘প্রিয় সালমান খান, “সিকান্দার”-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। চাক দে ফাট্টে।’

এসেছিলেন সানি দেওলও। এএফপি

সম্পর্কিত নিবন্ধ