জামালপুর সদরের মহেশপুর কালীবাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রাক উল্টে গেছে। এতে ট্রেনের চালকসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার এই দুর্ঘটনা ঘটে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জামালপুর রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী একটি কমিউটার ট্রেন বেলা সাড়ে ১১টার দিকে কানিল ঘুণ্টি এলাকায় পৌঁছায়। এসময় জামালপুরগামী তরমুজবাহী একটি ট্রাক ব্যারিকেড ভেঙে রেললাইনের ওপর উঠে গেলে টাককে সজোড়ে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রাকটি ২০০ মিটার দূরে একটি দোকানের ওপর গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ট্রেন চালক, গেটকিপার ও দোকানদার আহত হন। এ ঘটনার পরে জামালপুর-ময়মনসিংহ রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।’’

আরো পড়ুন:

কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিনে উঠতে নিষেধ করায় চালককে মারধর

যমুনা রেলসেতুতে সময় বাঁচবে ৩০ মিনিট

ঢাকা/শোভন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আলু কিনতে গিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে নিহত ১

নড়াইলের লোহাগড়ায় আলু কিনতে গিয়ে কথা কাটাকাটির মধ্যে বিক্রেতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল-মামুন (৪৭) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত ইদ্রিস শেখ (৬০) গোপীনাথপুর গ্রামের মৃত তাহের শেখের ছেলে। এ ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান আব্দুল্লাহ আল-মামুন। এ সময় আলুর দর নিয়ে আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে ইদ্রিস শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ