১৭ মার্চ হামজা চৌধুরীর বাংলাদেশ সফর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। তবে সেই উচ্ছ্বাসের পর্দা নামল আজ, ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই প্রবাসী ফুটবলার। যাওয়ার আগে ভক্তদের ধন্যবাদ জানিয়ে জানিয়েছেন, তিনি আবার ফিরবেন জুনে।  

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচ খেলে সকালে শিলং থেকে গুয়াহাটি-কলকাতা হয়ে ঢাকায় ফেরে বাংলাদেশ দল। বিকালে দেশে ফেরেন হামজাও। তবে তিনি ছিলেন মাত্র এক রাতের জন্য। আজ (২৭ মার্চ) সকালে ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে ঢাকা ছেড়েছেন তিনি। দলের অন্য সদস্যরা যার যার ক্লাবে যোগ দেবেন বা ঈদের ছুটিতে বাড়ি ফিরবেন।  

ঢাকা ছাড়ার আগে হামজা এত উষ্ণ অভ্যর্থনার জন্য ভক্ত এবং অন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, ‘এটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমি বোঝাতে পারব না। ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি জুনে ফিরে আসব। আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’  

১০ দিনের সংক্ষিপ্ত সফর শেষে জুনে আবার ফিরবেন হামজা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচ খেলতে মাঠে নামবেন তিনি।  

এদিকে, ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের। প্রিমিয়ার ডিভিশনের পয়েন্ট তালিকায় দলটি দ্বিতীয় অবস্থানে রয়েছে, তবে লিডস ইউনাইটেডের সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে। কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ মিস করতে চান না বলেই দ্রুতই ক্লাবে ফিরে যাচ্ছেন হামজা।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঈদের আগে উড়াল দিলেন ফারিণ

ঈদের আগে যুক্তরাজ্যে উড়ে গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তার স্বামী শেখ রেজওয়ান যুক্তরজ্যের বার্মিংহামে বসবাস করেন। স্বামীর সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়ে দূরদেশে উড়ে গেলেন এই অভিনেত্রী। তবে যাওয়ার আগে স্বামীর জন্য লাগেজ ভর্তি জিনিসপত্র নিয়েছেন।

তাসনিয়া ফারিণ বলেন, “এখানে আসার আগে অনেক কিছু নিয়ে আসছি। পাঞ্জাবি, শার্টসহ যা যা আছে। আম্মু ইলিশ মাছ ভেজে বক্সে করে পাঠিয়েছেন। রেজওয়ানের বাসা থেকে কোপ্তা রান্না করে দিয়েছে। আচার বানিয়ে পাঠিয়েছে, মসলাপাতি যা যা আছে সবই নিয়ে আসা লাগছে। লাগেজে এমন অবস্থা, আমার কিছুই ছিল না, সবই আমার স্বামীর।” 

স্বামীর সঙ্গে তাসনিয়া ফারিণ

আরো পড়ুন:

হুইলচেয়ারে বসে কেন প্রিমিয়ারে মোশাররফ করিম?

আনন্দ মেলার উপস্থাপনায় ইমন, সঙ্গে নাবিলা

নিজে কিছু কেনেননি তাসনিয়া ফারিণ। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “লন্ডনে এখন ঠান্ডা, তাই ওর পাঞ্জাবি কেনার ক্ষেত্রে মোটা কাপড়ের কিনেছি। তা ছাড়া এখানে কেউ কালারফুল কিছু পরে না, তাই হালকা রঙের কাপড় নিয়েছি। আমি নিজের জন্য কোনো কেনাকাটা করি না। আম্মু আমাকে গিফট করেছেন, শ্বশুরবাড়ি থেকেও শাড়ি–কাপড় উপহার পেয়েছি, ওইগুলো নিয়ে এসেছি।” 

যুক্তরাজ্যে স্বামীর সঙ্গে মাসখানেক থাকবেন তাসনিয়া ফারিণ। এরপর বাংলাদেশে ফিরবেন। তারপর চিরচেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ