জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সামার সেমিস্টার-২০২৫–এ এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সটি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন—এই তিন শাখার পড়াশোনার সমন্বয়ে গঠন করা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম উচ্চতর স্নাতকোত্তর প্রোগ্রাম।

* আবেদনের যোগ্যতা

১. যেকোনো বিষয়ে স্নাতক সম্মান/ স্নাতকোত্তর (পাস কোর্স)।

* কোর্স যা শেখানো হবে

১.

প্রমিত ও শুদ্ধ বাংলার মৌল সূত্র

২. বাংলা বাচন ও বাংলা লেখার কৌশল

৩. সংবাদপত্র ও গণমাধ্যমে প্রকাশ উপযোগী লেখা

৪. দাপ্তরিক পরিসরে শুদ্ধ বাংলার ব্যবহার পদ্ধতি লেখা

৫. ভাষাবিজ্ঞান ও সংস্কৃতি অধ্যয়ন

৬. গবেষণা রীতি ও পদ্ধতি

৭. বাংলা ভাষা ও সাহিত্যে শিক্ষাদান পদ্ধতি

আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ৭ ঘণ্টা আগে

* কোর্সের বিশেষত্ব জেনে নিন

১. দক্ষ গবেষক ও শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে কোর্স

২. ক্লাস হবে শুক্র ও শনিবার

৩. প্রযুক্তির সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ

৪. বিরল ও বিপুল বইসংবলিত গ্রন্থাগার

৫. গবেষণা-সহায়ক কর্মপরিবেশ

৬. ব্যবহারিক কাজের মাধ্যমে শেখার সুযোগ

৭. রয়েছে অংশগ্রহণমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবেশ

আরও পড়ুনবুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, প্রথম বর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭৮৫০ টাকা২ ঘণ্টা আগে

* কোর্সের ভর্তির তারিখ

১. ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৫

২. ভর্তি পরীক্ষার তারিখ: ২ মে ২০২৫

৩. পরিচিতিমূলক ক্লাস হবে: ৯ মে ২০২৫

৪. ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার

* বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: https://wmbangla.juniv.edu, https://juniv.edu/department/bangla

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জমিতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাই গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৫-২০ দিন আগে ঘুজিয়াখাই গ্রামের বাসিন্দা রোশেনা বেগমের কয়েকটি হাঁস জয়দর মিয়ার ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে জয়দর মিয়া রোশেনা বেগমকে বাড়িতে গিয়ে মারধর করেন। এর দুই দিন পর প্রতিশোধ নিতে রোশেনার লোকজন জয়দর মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধর করেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরবর্তী স্থানীয়দের সহায়তায় দুপক্ষ আপোষে রাজি হলেও জয়দর মিয়ার লোকজন পুনরায় রোশেনার পক্ষের একজনকে মারধর করেন। এ ঘটনায় উভয়পক্ষ মামলা করে। এর জেরে শুক্রবার বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে জয়দর মিয়া ও রোশেনার মোবাইলে একাধিকবার কল দিলেও তাদের ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

চাতলপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মিয়া বলেন, ‘‘জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগেও দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। আজ সেই পুরনো ঘটনার জেরে আবার সংঘর্ষ হয়েছে।’’

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, ‘‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে, এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • চাওয়া ছিল ২ কোটি, দর-কাষাকষিতে ২ লাখ মোহরানায় ব্যাঙের বিয়ে
  • চাওয়া ছিল ২ কোটি, দর-কাষাকষিতে ২ লাখ মোহরানায় হলো ব্যাঙের বিয়ে
  • জমিতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫