Samakal:
2025-03-30@14:51:36 GMT

বাড়তি ফি ছাড়াই ঈদের টিকিট

Published: 27th, March 2025 GMT

বাড়তি ফি ছাড়াই ঈদের টিকিট

ঈদ মানেই আপন নীড়ে ফিরে যাওয়ার টান। ঈদুল ফিতর উদযাপনে দেশের সুপরিচিত অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকিটস ডটকম বাস পরিষেবার বিশেষ অফার ঘোষণা করেছে।

যাত্রীদের ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে বাড়তি চার্জ ছাড়াই ২০ লাখের বেশি টিকিট বিক্রি করার উদ্যোগ নিয়েছে প্ল্যাটফর্মটি। ফলে বাড়ি ফেরার টিকিট পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানো, টিকিটের সংকট বা কালোবাজারির মুখোমুখি হতে হবে না।

উদ্যোক্তারা বলেন, ঈদে ঘরমুখী মানুষের জন্য বাসের টিকিট পাওয়া যেন সোনার হরিণ। চাহিদার তুলনায় বরাদ্দ থাকে কম। এমন সুযোগে কালোবাজারিতে বাড়তি দামে টিকিট বিক্রি হয়। এ টিকিট পেতে তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি নিরসনে এমন সমস্যার সমাধানে ই-টিকিটিং প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে দেশের ৯৯ শতাংশ দূরপাল্লার বাস সার্ভিস। ফলে দেশের যে কোনো প্রান্তের যাত্রায় টিকিট করা হয়েছে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।

বিডিটিকিটস প্ল্যাটফর্মের মূল অংশীজন প্রতিষ্ঠান আর ভেঞ্চারস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজী মাহবুব হাসান বলেন, বাড়ি ফেরার টিকিট কেনার সঙ্গে আমাদের প্ল্যাটফর্মে এখন যাত্রীরা রিটার্ন টিকিটের সুবিধা পাবেন। বাড়তি চার্জহীন ও বিশেষ ছাড়ে টিকিটের সুবিধা দেওয়া হবে। অনেকেই অগ্রিম রিটার্ন টিকিট বুক করছেন, যা যাত্রীসেবায় স্বস্তি দেবে। ঈদে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিতে এখন দিনরাত কাজ করছি।

ঈদের বিশেষ ছাড়ে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রাজশাহী, ঢাকা-সিলেট, ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা রুটের বাসের টিকিট বাড়তি চার্জ ছাড়া নির্ধারিত ভাড়ায় পাওয়া যাচ্ছে। সারাদেশের যে কোনো প্রান্ত থেকে ঝামেলাহীন আর ঘরে বসেই মিলছে টিকিট কাটার সুযোগ। দিন হোক বা রাত অনলাইন প্ল্যাটফর্মে কয়েক মিনিটেই পাওয়া যাচ্ছে বাড়ি ফেরার টিকিট। পরিষেবা পেতে আগ্রহীরা বিডিটিকিটস অ্যাপে বা সাইটে গিয়ে তথ্য সুবিধা পাবেন। তাৎক্ষণিক সহায়তার প্রয়োজনে ১৬৪৬০ নম্বরে কল করা যাবে।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল য টফর ম

এছাড়াও পড়ুন:

আলু কিনতে গিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে নিহত ১

নড়াইলের লোহাগড়ায় আলু কিনতে গিয়ে কথা কাটাকাটির মধ্যে বিক্রেতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল-মামুন (৪৭) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।

অভিযুক্ত ইদ্রিস শেখ (৬০) গোপীনাথপুর গ্রামের মৃত তাহের শেখের ছেলে। এ ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান আব্দুল্লাহ আল-মামুন। এ সময় আলুর দর নিয়ে আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে ইদ্রিস শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ