‘আমার ওজন নিয়ে কথা বলাও যেন সবার দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে’
Published: 27th, March 2025 GMT
‘নারীদের অবস্থা সবচেয়ে খারাপ, মন্তব্যের ঘরে তাঁদের নিয়ে যা খুশি বলা হয়।’ সামাজিক যোগাযোগমাধ্যমে নারীবিদ্বেষ নিয়ে এভাবেই বলেন সেলেনা গোমেজ। এই গায়িকা-অভিনেত্রী আগেও অনেকবার এ প্রসঙ্গে কথা বলেছেন; ত্যক্তবিরক্ত হয়ে কয়েকবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও মুছে দিয়েছেন। এবার তিনি এ প্রসঙ্গে কথা বললেন ‘আওয়ার পারপাস উইথ জয় শেঠি পডকাস্ট’-এ।
এ অনুষ্ঠানে সেলেনা হাজির হয়েছিলেন প্রেমিক সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোকে নিয়ে। বেনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য তিনি পড়েন না। তবে এ বিষয়ে ভিন্নমত সেলেনার। ‘আমিও এমন অবস্থার মধ্য দিয়ে গেছি।
সেলেনা গোমেজ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলু কিনতে গিয়ে কথা কাটাকাটি, পিটুনিতে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় আলু কিনতে গিয়ে কথা কাটাকাটির মধ্যে বিক্রেতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল-মামুন (৪৭) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে এবং নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক।
অভিযুক্ত ইদ্রিস শেখ (৬০) গোপীনাথপুর গ্রামের মৃত তাহের শেখের ছেলে। এ ঘটনার পরপরই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে কাঁচামাল ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান আব্দুল্লাহ আল-মামুন। এ সময় আলুর দর নিয়ে আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে ইদ্রিস শেখের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করা হয়েছে। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শরিফুল/রাজীব