২৬ শে মার্চ- "এক নতুন সূর্যোদয়ের সকাল"
--------------------------গাজী খায়রুজ্জামান

স্বাধীনতার প্রহরে গর্জে উঠেছিল লক্ষ প্রাণ
অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের চেতনা,
বাংলার বুকের গভীরে লুকানো আশা-
পরাধীনতার শিকল ভেঙ্গে স্বাধীনতা আনা,
সেদিন মুক্তির জন্য জেগেছিল প্রতিটি ঘর।

ভাষা, সংস্কৃতি, সব কিছুর স্বাধীনতা অর্জনে- অত্যাচারের বিরুদ্ধে ছিল বাংলার জনতা,
সারাদেশে ছড়িয়ে পড়ে মুক্তির বার্তা-
"আমরা হব স্বাধীন" এ আমাদের অঙ্গীকার।

বিজয়ের চেতনায়, সাহসী স্বরে-
বাংলার মাটি-হাওয়ায় বাজছে বিজয়ের সুর,
আমরা স্বাধীন হব পরাধীনতার শিকল ভেঙ্গে।

জনতা, গেরিলাযোদ্ধা, শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাঁরা-
মাতৃভূমির জন্য জীবন দিয়েছেন বিসর্জন,
তাঁরা বাংলার সূর্য সন্তান, স্মরণ করি মোরা শ্রদ্ধার সাথে- তাঁরা বাংলার বীর যোদ্ধা, রচনা করেছেন মুক্তির বার্তা, এনে দিয়েছেন বাংলার স্বাধীনতা, লাল-সবুজের পতাকা।

লক্ষ শহীদের মহান আত্মত্যাগ ও সাগরসম রক্তের বিনিময়ে, পেয়েছি মোরা সার্বভৌমত্বের স্বাধীনতা।
২৬শে মার্চ- মোদের গর্ব, মুক্তির গান, মুক্তির দিন, 
ইতিহাসে লেখা- "এক নতুন সূর্যোদয়ের সকাল।


 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স ব ধ নত

এছাড়াও পড়ুন:

পল্লবীর এক বাসা থেকে ৬১টি চোরাই ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। আজ রোববার পল্লবী থানার কালসী এলাকার একটি বাসায় এ অভিযান চালিয়ে ল্যাপটপ ও মোবাইল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার হওয়ারা হলেন- মাহথির মোহাম্মদ খান তমাল (২৪) ও তোফায়েল আহম্মেদ (২৬)। অভিযানে তাদের কাছ থেকে ৬১টি চোরাই ল্যাপটপ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, উত্তর বাড্ডার পূর্বাচল এলাকার মো. সাকিব ও তার সহপাঠী মিলে একটি বাসায় থাকেন। তাদের বাসাটি সাবলেট নেওয়ার জন্য গত ২১ মার্চ বিকেল ৫টার দিকে সাকিবের মোবাইল ফোনে কল দিয়ে তা দেখতে যান মাহথির মোহাম্মদ খান তমাল। এরপর তিনি বাসা ভাড়া (সাবলেট) নেন। সাকিবের কাছ থেকে বাসার চাবি নিয়ে তিনি চলে যান এবং জাতীয় পরিচয়পত্রের ছবি পরদিন দেবেন বলে জানান। রাত সোয়া ৮টার দিকে সাকিব তারাবির নামাজ পড়তে বাসা থেকে বের হলে সুযোগ বুঝে মাহথির চাবি দিয়ে তালা খুলে পড়ার টেবিলের ড্রয়ার থেকে ১১ হাজার ৫০০ টাকা, একটি ল্যাপটপ, একটি হেডফোন ও দুটি বাটন মোবাইল ফোন চুরি করে নিয়ে চলে যান। এ ঘটনায় সাকিবের অভিযোগের ভিত্তিতে বাড্ডা থানায় একটি মামলা হয়।

পুলিশ জানায়, তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত মাহথিরকে শনাক্ত করা হয়। এরপর আজ সকালে তাকে এক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে বিপুল চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সম্পর্কিত নিবন্ধ