রাতে বাড়িতে আগুন, সকালে সুখবর পেলেন আর্চারির রাজীব
Published: 27th, March 2025 GMT
ক্রীড়াঙ্গনে এক পদে দুই মেয়াদের বেশি নয়, এমন ঘোষণা দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত ২৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, অ্যাসোসিয়েশন ও সংস্থার সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন।
তাঁর সেই ঘোষণা বেশিরভাগ ফেডারেশনের ক্ষেত্রেই কার্যকর হয়। বিশেষ করে অনেক বছর ধরে সাধারণ সম্পাদক পদে ছিলেন এমন ব্যক্তিদের সরিয়ে দেওয়া হয়েছে। ভলিবল থেকে আশিকুর রহমান, হ্যান্ডবল থেকে আসাদুজ্জামান কহিনুর, কুস্তির তাবিউর রহমান পাহলোয়ানকে কমিটিতেই রাখা হয়নি। ব্যতিক্রমীভাবে ভারোত্তোলনের সহসভাপতি মহিউদ্দিন আহমেদকে করা হয় ওই ফেডারেশনের সভাপতি। স্কোয়াশের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয় কামরুল ইসলামকে। এবার বাংলাদেশের আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হলো কাজী রাজীব উদ্দীন চপলকে। রাতে বাড়িতে আগুন লাগার পরের দিন এই সুখবর পেলেন রাজীব উদ্দীন।
আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব মো.
বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠা কাজী রাজীবের হাত ধরেই। ২০০২ সালে শুরু থেকেই তিনি এর সাধারণ সম্পাদক। ২০০৬ সালে সরকারের স্বীকৃতি পায় আর্চারি। ২৩ বছর ধরে টানা সাধারণ সম্পাদক পদে থাকা কাজী রাজীবকে আবারও দায়িত্ব দেওয়ার পেছনে তাঁর সাফল্যকেই দেখা হয়েছে। বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক স্তরে নিজেদের যেভাবে চিনিয়েছে, এর নেপথ্যে কাজী রাজীবের ভূমিকা অনেক বড়।
বাংলাদেশের আর্চারিকে বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দিতে রাজীব উদ্দিনের বিশাল অবদানউৎস: Prothomalo
কীওয়ার্ড: আর চ র
এছাড়াও পড়ুন:
‘সিকান্দার’-এর জন্য সানি দেওলের শুভকামনা, কী বলছেন অন্য তারকারা
‘সিকান্দার’ মুক্তি পেয়েছে রোববার। ঈদে আবার সালমান খানের ধামাকা এন্ট্রি হলো বলে প্রশংসায় ভাসতে শুরু করেছে ‘সিকান্দার মুক্তির প্রথম দিনই প্রশংসায় ভাসলেও সিকান্দার কিন্তু লড়াইয়ের মুখেই থাকছে। লড়াইটা মোহনলালের ‘এল২ এমপুরান’ আর সানি দেওলের ‘জাট’ সিনেমার সঙ্গে।
কয়েক দিন আগে অবশ্য সালমান খান প্রথম আলোকে বলেন, ‘অভিনেতা মোহনলালকে আমি খুব সম্মান করি। এই ছবির পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন। আমার বিশ্বাস, এটাও এক ধুন্ধুমার সিনেমা হবে। এরপর সানির (দেওল) “জাট” আসছে। আমি চাই যে সব বহুজাতিক কোম্পানি তাদের কর্মচারীদের বেতন যেন বাড়িয়ে দেয়। কারণ, পরপর তিনটি ছবি আসছে (সজোরে হেসে)।’ সানি দেওলের ‘জাট’ মুক্তি পাবে ১০ এপ্রিল। ‘জাট’-এর সঙ্গে যেখানে সালমান খানের ‘সিকান্দার’-এর লড়াই জমবে বলে মনে করা হচ্ছে, সেখানে সানি দেওল কী বলছেন!
লড়াইকে পাশে সরিয়ে সানি দেওল বরং ‘সিকান্দার’-এর জন্য শুভকামনাই জানিয়েছেন। রোববার সকালে নিজের ইনস্টাগ্রামে ‘সিকান্দার’-এর পোস্টার শেয়ার করেছেন। এরপর সানি সেখানে লিখেছেন, ‘প্রিয় সালমান খান, “সিকান্দার”-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। চাক দে ফাট্টে।’
এসেছিলেন সানি দেওলও। এএফপি