ক্রসিংয়ের বার ভেঙে রেললাইনে তরমুজবাহী ট্রাক, ধাক্কা লেগে ট্রেনের চালকসহ আহত ৪
Published: 27th, March 2025 GMT
জামালপুর সদর উপজেলার একটি ক্রসিংয়ের বার ভেঙে রেললাইনের ওপর ট্রাক ঢুকে পড়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ চারজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ট্রেনটির চালক কামাল হোসেন, তাঁর সহকারী ইদ্রিস আলী, গেটম্যান কহিনুর ইসলাম এবং ট্রাকের চালক। তাৎক্ষণিকভাবে ট্রাকচালকের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি আজ বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার নান্দিনা এলাকার কালিন রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় যানবাহনের চলাচল ঠেকাতে বার ফেলেন গেটম্যান। কিন্তু ট্রেনটি আসার সময় বার ভেঙে রেললাইনের ওপর উঠে যায় তরমুজবোঝাই ট্রাকটি। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে গেছে। এ সময় ওই চারজন আহত হন। এতে ট্রাকের সব তরমুজ নষ্ট হয়ে গেছে।
এ দুর্ঘটনার পর আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ১ ঘণ্টা ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হয়। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে।
নান্দিনা রেলস্টেশনের স্টেশনমাস্টার নাদির হোসেন বলেন, দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রেনটির ইঞ্জিন বিকল হলেও কোনোরকমে ট্রেনটি ঘটনাস্থল থেকে ধীরে ধীরে নান্দিনা রেলস্টেশন পর্যন্ত নেওয়া হয়েছে। ট্রেনের ইঞ্জিনটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে বিকল্প ইঞ্জিন আনা হয়। পরে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাখে আল্লাহ মারে কে
‘রাখে আল্লাহ মারে কে’- কথাটি আবারও প্রমাণিত হলো মাগুরায় এক সড়ক দুর্ঘটনায়। ভয়াবহ এ দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছেন মাক্রোবাসের চালকসহ ছয় যাত্রী।
মাগুরা সদরে ঢাকা-ঝিনাইদহ মহাসড়কের কাশীনাথপুর এলাকায় শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা থেকে মেহেরপুর যাওয়ার পথে মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মাইক্রোবাসটি ভয়ানকভাবে দুমড়ে-মুচড়ে গেলেও চালক ও যাত্রীরা অলৌকিকভাবে বেঁচে গেছেন। তবে আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি মেহেরপুর। ঈদের ছুটিতে তারা ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
আহতরা হলেন শাকিল (২৫), হুমাইরা (২১), শফিক (৫৫) ও রত্না (৪০)। এদের মধ্যে দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুভাষ রঞ্জন হালদার বলেন, ‘‘মাইক্রোবাসের চালকসহ ৬ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’’
মাগুরার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহীন//