আর্নন্ডের সঙ্গে চুক্তির সমঝোতা রিয়ালের
Published: 27th, March 2025 GMT
মৌসুম শেষে ফ্রি এজেন্টে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন লিভারপুলের ইংলিশ ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সজান্ডার আর্নল্ড। সংবাদ মাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, চুক্তির বিষয়ে রিয়াল মাদ্রিদ ও আর্নল্ড সমঝোতায় পৌঁছেছেন।
শুধু চুক্তি নয় জুনেই অগ্রিম ছাড়পত্রের মাধ্যমে আর্নল্ডকে রিয়াল মাদ্রিদে আনা যায় কিনা ওই চেষ্টাও করছে লস ব্লাঙ্কোস বোর্ড।
লিভারপুলের সঙ্গে চলতি মৌসুমের ৩০ জুন পর্যন্ত চুক্তি আছে আর্নল্ডের। চুক্তি নবায়ন না করলে নিয়ম অনুযায়ী, ১ জুলাই থেকে নতুন ক্লাবের সদস্য হবেন ইংলিশ এই ডিফেন্ডার। তবে জুনে ক্লাব বিশ্বকাপে অংশ নেবে রিয়াল মাদ্রিদ। ওই টুর্নামেন্টের আগে ব্লাঙ্কোস বোর্ড তাকে দলে চায়।
লিভারপুল যাতে প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হলেই আর্নল্ডকে ছাড়পত্র দেয় ওই চেষ্টা করবে রিয়াল মাদ্রিদ। যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ১৮ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।
ক্লাব বিশ্বকাপের কারণে দলবদলের জন্য সংক্ষিপ্ত একটি সময় বরাদ্দ দেওয়া হচ্ছে। ক্লাবগুলো ১ থেকে ১০ জুনের মধ্যে দলে নতুন ফুটবলার সংযোজন বা বিয়োজন করতে পারবে। সেক্ষেত্রে সম্মত হতে হবে দুই ক্লাবের। রিয়াল মাদ্রিদ আর্নল্ডকে ওই সুযোগে দলে আগেভাগে যুক্ত করতে চায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল
এছাড়াও পড়ুন:
সিলেটে ঈদের জামাত কোথায় কখন
প্রতি বছরের ন্যায় এবারো সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা কামাল উদ্দিন আহমদ। নামাজের আগে বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোশতাক আহমদ খান।
দরগাহে শাহজালাল (র.) জামে মসজিদ: নগরীর দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন দরগাহ মসজিদের ইমাম মাওলানা আসজাদ আহমদ।
আলিয়া মাদ্রাসা মাঠ: ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহ উদ্দীন আহমদ।
আরো পড়ুন:
দেশের বিভিন্ন স্থানে ঈদ উদযাপন
এক টাকায় ১৮ পণ্যের ঈদ উপহার
কুদরত উল্লাহ জামে মসজিদ: নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে সাড়ে ৮টায়, ইমামতি করবেন হাফেজ মাওলানা মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। তৃতীয় জামাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ।
কালেক্টরেট মসজিদ: নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করেবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
পাঠানটুলা নবাবী ঈদগাহ: পাঠানটুলা নবাবী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
দারুস সালাম মাদ্রাসা: জামেয়া মদীনাতুল উলুম দারুস সালাম খাসদবীর মাদ্রাসা মাঠে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
কালীঘাট নবাবী জামে মসজিদ: নবাবী জামে মসজিদ কালীঘাটে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলাম শাহী ঈদগাহ: দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা/নুর/বকুল