ঈদের ছুটিতে অর্থনীতিতে স্থবিরতা দেখা দেবে না: উপদেষ্টা
Published: 27th, March 2025 GMT
এবার ঈদের দীর্ঘ ছুটি হলেও এ সময়ে অর্থনীতিতে কোনো স্থবিরতা দেখা দেবে না বলে আশা ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশার কথা শোনান। আসন্ন ঈদের ছুটিতে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
এবার ঈদে দীর্ঘ ছুটি? এ সময়ে অর্থনীতিতে কোনো স্থবিরতা দেখা দেবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “না না না, অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। সবকিছু সচল থাকবে। উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য আমরা ঢাকায় থাকব। দরকার হলে বন্ধের মধ্যেও আমরা মিটিং করব। আমাদের মধ্যে কথা হয়েছে। আর ছুটিতে যদি যাইও, দেশে থাকলে তো সমস্যা নেই, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে মিটিং করব। আমি বিশ্বব্যাংকে থাকতে জুমে অনেকগুলো মিটিং করেছি। কোনো সমস্যা হবে না। কোনো স্থবিরতা তৈরি হবে না।”
তিনি বলেন, “আমরা আজকেও চাল আনতে (আমদানি করতে) বলেছি। আমরা তো খুব সজাগ। টিসিবির মাধ্যমে একটা পক্ষকে তো আমরা এনশিউর করছি। আজকে একটা প্রস্তাব আসছে—আলু এত অতিরিক্ত, সেটা কীভাবে দেওয়া যায়? কিন্তু, একটা সমস্যা আছে— বেশি দামে কিনে, স্বস্তা দামে দেওয়া, ডিফিকাল্ট।”
১/১১ এর সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম একটা প্রোগ্রাম করেছিলেন—১০০ দিনের গ্যারান্টি কর্মসংস্থান। আপনারা এ ধরনের কোনো প্রকল্প নেবেন কি না?
এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা এটা দেখব। তবে, ১০০ দিনের প্রকল্পের চেয়ে ভালো হবে রেগুলার প্রকল্পের মাধ্যমে লোকালবেজড কর্মসংস্থান।”
সভার বিষয়ে তিনি জানান, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা/হাসনাত/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক র ন ত উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদের শুভেচ্ছা বার্তা
জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (৩০ মার্চ) বিকেলে দেয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।
শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে।
আসুন, আমরা এই আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকারবদ্ধ হই। ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি।
তিনি আরও বলেন, এ ঈদ আমাদের মাঝে আরও গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসুন আমরা একসাথে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।
ঈদের জামাতে সবাই যেন দলমত নির্বিশেষে পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন সে জন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি।
মহান আল্লাহ আমাদের সহায় হোন।
ঢাকা/হাসান//