গাড়ি আমদানি ও গাড়ির যন্ত্রাংশের ওপর গতকাল বুধবার উচ্চ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে শুল্ক আরোপের ঘোষণা নিয়ে বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, গতকালের এই ঘোষণা তাতে আরও ঘি ঢালবে।

ওভাল অফিসে বসে ওই আদেশে সই করার পর ট্রাম্প বলেন, ‘আমরা যা করতে চলেছি সেটা হলো, যুক্তরাষ্ট্রে তৈরি নয়, এমন সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ।’

আগামী ৩ এপ্রিল ইস্টার্ন টাইম ০০: ০১ মিনিটে এই আদেশ কার্যকর হওয়ার কথা। বিদেশে তৈরি গাড়ি ও হালকা ওজনের ট্রাকের ওপর এই শুল্কের প্রভাব পড়বে। এ মাসের মধ্যে গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের ওপরও এর প্রভাব পড়বে।

জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় আসার পর ট্রাম্প যুক্তরাষ্ট্রের বৃহৎ বাণিজ্য-অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপ করেছেন। পাশাপাশি ট্রাম্প স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

ইতিমধ্যেই পণ্যের ওপর যেসব শুল্ক আছে, নতুন শুল্কগুলো তার সঙ্গে যোগ হবে। তবে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) অধীনে যেসব গাড়ি আমদানি করা হচ্ছে, সেগুলো কম শুল্কে প্রবেশের সুযোগ পেতে পারে। তবে সেটা নির্ভর করবে সেগুলোতে যুক্তরাষ্ট্রের উপাদান কতটা আছে।

আরও পড়ুনকানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ, বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা০২ ফেব্রুয়ারি ২০২৫

একইভাবে, ইউএসএমসিএ চুক্তির অধীন গাড়ির যন্ত্রাংশ আমদানি শুল্কমুক্ত থাকবে। ট্রাম্পের বাণিজ্য পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা এবং এর ফলে মন্দা দেখা দিতে পারে, এমন উদ্বেগ আর্থিক বাজারগুলোকে নাড়া দিয়েছে। শুল্কের কী প্রভাব পড়তে পারে, সে আশঙ্কা থেকে গত কয়েক মাসে ভোক্তাদের আস্থাও হ্রাস পেয়েছে।

ট্রাম্প প্রশাসন বলছে, সরকারের রাজস্ব আয় বাড়ানো, যুক্তরাষ্ট্রের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করা এবং বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার চাপিয়ে দেওয়ার হাতিয়ার হিসেবে এই শুল্ক আরোপ হচ্ছে।

কিন্তু গাড়ি আমদানিতে শুল্ক আরোপের ফলে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, মেক্সিকো ও জার্মানির মতো ঘনিষ্ঠ অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রের হয়ে একসময় বাণিজ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ওয়েন্ডি কাটলার বলেন, ‘গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ আমাদের অনেক ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদারদের ওপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।’

ওয়েন্ডি কাটলার আরও বলেন, কয়েকটি ক্ষতিগ্রস্ত পক্ষের সঙ্গে ওয়াশিংটনের মুক্তবাণিজ্য চুক্তি আছে। এখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক চুক্তির প্রতিশ্রুতির দাম থাকে কি না সন্দেহ।

আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প১১ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া গাড়ির প্রায় ৫০ শতাংশ দেশেই তৈরি হয়। বাকি যে ৫০ শতাংশ আমদানি হয়, তার প্রায় অর্ধেক মেক্সিকো ও কানাডা থেকে আসে। জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানি গুরুত্বপূর্ণ সরবরাহকারী।

তবে যুক্তরাষ্ট্রের তৈরি গাড়ির অর্ধেকের বেশির যন্ত্রাংশ আসে বিদেশ থেকে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন। গাড়ি আমদানিতে ট্রাম্পের এই শুল্ক আরোপকে তাঁর দেশের কর্মীদের ওপর সরাসরি হামলা বলে বর্ণনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

আরও পড়ুনট্রাম্পের শুল্কনীতি কি ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করবে১৯ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক আর প র শ শ ল ক আর প আমদ ন ত র ওপর

এছাড়াও পড়ুন:

দুই তারকার প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ

কদিন আগেই যাত্রা শুরু করেছে টালিউড অভিনেতা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের যৌথ প্রযোজনা সংস্থা হোয়াই সো সিরিয়াস ফিল্মস। সিনেমা থেকে সিরিজ, সিরিয়াল—খুব শিগগির কাজ শুরু করবে এই প্রযোজনা সংস্থা। তবে এরই মধ্যেই শুরু হয়ে গেছে প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে প্রতারণা। সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার অভিযোগ পেয়েছেন সৌরভ দাস। এরপরই সবাইকে সতর্ক করেছেন সৌরভ ও যীশু।

ফেসবুক স্টোরিতে সৌরভ দাস জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। যোগাযোগ করে প্রতারিত হলে হোয়াই সো সিরিয়াস ফিল্মস দায়ী থাকবে না।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনকে সৌরভ বলেন, ‘একই দিনে অ্যাকাউন্ট খোলা হয়েছে একই রকম নামে। তবে আমাদের প্রযোজক সংস্থার নাম হোয়াই সো সিরিয়াস ফিল্মস। আর অন্যদিকে ফেক অ্যাকাউন্টের নাম হোয়াই সো সিরিয়াস ফিল্ম। সবাইকে বিভ্রান্ত করতেই কাছাকাছি নাম রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে অবগত করতেই নিজেদের হ্যান্ডল থেকে বিষয়টা পোস্ট করা হয়েছে।’
তারকাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এর আগেও অনেক প্রতারণার খবর দেখা গেছে। তাই কিছুটা সাবধানতা অবলম্বনের জন্যই পোস্ট করেছেন যীশু ও সৌরভ।

আরও পড়ুনপ্রসেনজিৎ থেকে যীশু, যে অভিনেতাদের নতুন করে চিনিয়েছিলেন ঋতুপর্ণ৩০ মে ২০২২

উল্লেখ্য, চলতি ঈদে যীশু সেনগুপ্তকে দেখা গেছে বাংলাদেশের ‘বরবাদ’ সিনেমায়। মেহেদী হাসান পরিচালিত সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল।

সম্পর্কিত নিবন্ধ