বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, প্রথম বর্ষে হলে উঠতে সর্বোচ্চ ফি ২৭৮৫০ টাকা
Published: 27th, March 2025 GMT
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে। এ তথ্য ২৫ মার্চের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুয়েট ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির লেভেল-১, টার্ম-১–এর নবাগত শিক্ষার্থীদের হল সংযুক্তি–সংক্রান্ত অপর এক বিজ্ঞপ্তি ২৪ মার্চ প্রকাশ করা হয়েছে। এতে ফি জমা দেওয়ার স্থান, তারিখ ও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হল অফিস ও বুথে সাক্ষাৎকার ও টাকা জমা নেওয়া হবে। প্রথম বর্ষে হলে উঠতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ২৭ হাজার ৮৫০ টাকা দিতে হবে।
আরও পড়ুনচীনে আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে মাস্টার্স-পিএইচডির সুযোগ৫ ঘণ্টা আগেএ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেভেল-১, টার্ম-১ (নবাগত) শিক্ষার্থীদের সাক্ষাৎকার ৯ এপ্রিল ও ১০ এপ্রিল সংশ্লিষ্ট হল অফিসে নেওয়া হবে। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এবার আবাসিক শিক্ষার্থীদের ২৫ হাজার ৩৫০ এবং অনাবাসিক শিক্ষার্থীদের ১২ হাজার ৭৫০ টাকা সংশ্লিষ্ট হল অফিস বুথে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবাসিক শিক্ষার্থী হিসেবে ছাত্রদের হলে ভর্তির জন্য ২৫ হাজার ৩৫০ টাকা এবং এর সঙ্গে এক মাসের মেসচার্জ বাবদ ২ হাজার ৪০০ টাকাসহ মোট ২৭ হাজার ৭৫০ টাকার প্রয়োজন হবে।
আরও পড়ুনপ্রাথমিকের ৩১ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আসছে এপ্রিলেই৩ ঘণ্টা আগেছাত্রীদের সাবেকুন নাহার সনি ও স্বাধীনতা হলের আবাসিক হিসেবে ভর্তির জন্য ২৭ হাজার ৮৫০ টাকা প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাঁদের হলে ভর্তির ফির টাকার প্রকৃত পরিমাণসহ অফিস বুথে উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
হলে সংযুক্তি–সংক্রান্ত যাবতীয় তথ্যাদির জন্য সংশ্লিষ্ট হল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। শনি থেকে বুধবার (বিশ্ববিদ্যালয় ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
আইপিডিসি ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের আর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক একাসচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ মে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৮৮ টাকা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৭৩ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা